শিরোনাম
চট্টগ্রাম প্রতিনিধি | ২০:২৫, মার্চ ১৬, ২০২২ | 83
চট্টগ্রাম প্রতিনিধি
"গুজব হুজুগ সন্ত্রাস নয়, উন্নয়ন হোক দেশময়"এ প্রতিপাদ্যকে সামনে রেখে গুজব হুজুগ ও ধর্মান্ধতার বিরুদ্ধে জাগরণ সৃষ্টিতে মিরসরাই প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম মিরসরাই থানা হেযবুত তাওহীদ,।
আজ বুধবার সকালে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম জেলা হেযবুত তাওহীদের সভাপতি মোঃ তানভীর উল আলম, এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা হেযবুত তাওহীদের সভাপতি নুরুল আবছার সোহাগ, চট্টগ্রাম জেলা হেযবুত তাওহীদের উপদেষ্টা নজরুল ইসলাম সবুজ, চট্টগ্রাম জেলা হেযবুত তাওহীদ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসাইন ইকু ।
মিরসরাই থানা হেযবুত তাওহীদ সভাপতি মোঃ মহিবুর রহমান, জোরারগঞ্জ থানা হেযবুত তাওহীদ সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন সহ অন্যান্যরা, হেযবুত তাওহীদের নেতারা সংবাদ সম্মেলনে বলেন হুজুগ গুজব , ধর্ম ব্যবসা ও ধর্মান্ধতার বিরুদ্ধে হেযবুত তাওহীদ সবসময় সোচ্চার, এ মৌলিক কাজের জন্য সকলের সহযোগিতা কামনা করেন হিজবুত তাওহীদের নেতারা, এছাড়া ২০১৬ সালের ১৪ মার্চে নোয়াখালীর সোনাইমুড়িতে মসজিদকে গির্জা ও হেযবুত তাওহীদের সদস্যদেরকে খ্রিষ্টান উপাধি দিয়ে গুজব রটিয়ে ২ জনকে হত্যা ও বাড়িঘরে আগুন দেওয়ার প্রতিবাদ ও প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন হেযবুত তাওহীদের নেতারা, এ সময় মিরসরাই প্রেসক্লাবে সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Developed By Muktodhara Technology Limited