স্পোর্টস ডেক্স: | ১৭:০৩, মার্চ ১৯, ২০২২ | 79
স্পোর্টস ডেক্স:
থাইল্যান্ডের ফুকেটে এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং আর্চারিতে মিশ্র দলগত ইভেন্টের পর নারী রিকার্ভ দলগত ইভেন্টেও ভারতকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। এছাড়া ব্যক্তিগত ইভেন্টেও এসেছি আরেকটি স্বর্ণপদক। এ নিয়ে একদিনে তিন স্বর্ণপদক পেল লাল-সবুজ বাহিনী।
শনিবার (১৯ মার্চ) প্রথমে মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে রোমান সানা ও নাসরিন আক্তারের নেতৃত্বে ভারতকে হারিয়ে স্বর্ণ জিতে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ৫-৩ সেট পয়েন্টে জিতেছে বাংলাদেশ। চলতি আসরে প্রথম স্বর্ণপদক এটি। এই ইভেন্টে মালয়েশিয়া পেয়েছে ব্রোঞ্জ।
রোমান-নাসরিনের পর নারী রিকার্ভ দলগত ইভেন্টে বাংলাদেশের নাসরিন আক্তার, নিশা ফাহমিদা সুলতানা ও দিয়া সিদ্দিকীর নেতৃত্বে ভারতকে আবারও হারিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় স্বর্ণ জিতে বাংলাদেশ।
যদিও এই ফাইনালটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। প্রথমে ৪-৪ সেটে সমতা ছিল। পরবর্তীতে খেলা গড়ায় টাইব্রেকে। টাইব্রেকে ভারতের তিন আর্চার করেছিলেন ২৭ স্কোর। বিপরীতে বাংলাদেশের নাসরিন আক্তার, নিশা ফাহমিদা সুলতানা ও দিয়া সিদ্দিকী ২৮ স্কোর করেন। এক পয়েন্ট বেশি স্কোর করায় বাংলাদেশ ৫-৪ সেটে ভারতকে হারিয়ে এই ইভেন্টে স্বর্ণ জেতে।
আর এরপর রিকার্ভ নারী ব্যক্তিগত ইভেন্টে আরও একটি স্বর্ণ জিতে বাংলাদেশ। এই ইভেন্টে বাংলাদেশের দুই প্রতিদ্বন্দ্বী একে অপরের বিপক্ষে মাঠে নামায় যে-ই জিতত পদক বাংলাদেশেরই থাকত। ইভেন্টটিতে আর্চার দিয়া সিদ্দিকী হেরে গেছেন আরেক বাংলাদেশি আর্চার নাসরিন আক্তারের কাছে। ফাইনালে দিয়াকে ৬-২ সেট পয়েন্টে হারান নাসরিন।
এদিকে, বাংলাদেশের তিন স্বর্ণপদকের তিনটিতেই কৃতিত্ব থাকল আর্চার নাসরিন আক্তারের।