শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১০:৪৬, মার্চ ২৩, ২০২২ | 111
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে একটি কাঠের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘুমন্ত ১১ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ মার্চ) ভোরে ভৈগুদা নামক এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। খবরে বলা হয়, গোডাউনে আগুন লাগার পর সেখান থেকে জীবন বাঁচিয়ে বের হয়ে আসতে সক্ষম হয় এক দগ্ধ শ্রমিক। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায়, কাঠের ওই গোডাউনটির ভেতরে ১২ জন শ্রমিক ঘুমিয়ে ছিলেন। ডিসিপি এম রাজেশ চন্দ্র টাইমস অব ইন্ডিয়াকে বলেন, যে গোডাউনে আগুন লেগেছে সেখান থেকে বের হওয়ার জন্য একটি শুধু একটি দরজাই আছে, যেটি অগ্নিকাণ্ডের সময় বাইরে থেকে তালাবদ্ধ ছিল।
মঙ্গলবার (২২ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
হায়দরাবাদের পুলিশ কমিশনার সিভি আনন্দ জানান, গোডাউনটির ভেতরে ঘুমিয়ে থাকা ১২ জন শ্রমিকের মধ্যে একজন বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় ফায়ার সার্ভিসের এক কর্মকতা জানান, গোডাউনটিতে থাকা ফাইবার ক্যাবল থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ।
Developed By Muktodhara Technology Limited