মোঃ শাহরিয়ার কবির আকন্দ গাইবান্ধা প্রতিনিধিঃ | ১১:৩৯, মার্চ ৩০, ২০২২ | 57
মোঃ শাহরিয়ার কবির আকন্দ গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সাতারপাড়া গ্রামে রোস্তম আলী (৫০) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানাযায়, উপজেলার বেতকাপা ইউনিয়নের সাতার পাড়া গ্রামের মৃত হোসেন আলি সরকারের ছেলে রোস্তম আলী অভিমান করে ২৯ মার্চ রাত্রের যেকোনো সময় একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে আত্নহত্যা করে। সকালে এলাকাবাসী রোস্তমের গলায় ফাঁস অবস্থায় ঝুঁলে থাকা লাশ দেখে প্রথমে ইউপি সদস্য সোহেলকে খবর দেয়।
ইউপি সদস্য পুলিশে খবর দিলে পলাশবাড়ী থানা পুলিশ ও ডিবি পুলিশ এসে লাশ নামিয়ে থানার নিয়ে আসে। বিষয়টি নিয়ে এলাকাবাসির মাঝে নানান প্রশ্নের জম্ম দিয়েছে। এদিকে এলাকাবাসীরা জানান, সাত বছরের একটি শিশুকে যৌন নির্যাতনের কারণেও আত্নহত্যা করে থাকতে পারেন।
তাদের দাবী এটি হত্যা না আত্নহত্যা। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা না আত্নহত্যা।