আসিফ খোন্দকার চট্টগ্রাম | ২০:৪২, মে ৭, ২০২২ | 217
মোঃ আসিফ খোন্দকার, চট্টগ্রাম :
চট্টগ্রামে চারতলা ভবন থেকে পড়ে কামাল উদ্দিন (৫৭) নামে এক সংবাদকর্মীর মৃত্যু হয়েছে।
এডি/এমডি এ চট্টগ্রাম
তার মৃত্যু ঘিরে এলাকার লোকজন ও সাংবাদিক সমাজ এর মাঝে নানা কথা ছড়িয়ে পড়েছে। নগরীর পাহাড়তলী বারোকোয়াটার এলাকায় এই ঘটনাটি ঘটে। এলাকাবাসীরা বলেন কামাল উদ্দিনকে পরিকল্পিতভাবে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। তারা আরও বলেন র্দীঘদিন ধরে পারিবারিক দন্দ চলছিল।
তবে পরিবারের দাবি, কামাল উদ্দিন চারতলা ভবনের বারান্দা থেকে পড়ে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি জাতীয় দৈনিক নবজীবন পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর চট্টগ্রাম জেলা কমিটির সাবেক প্রচার সম্পাদক ছিলেন।
এই বিষয় নিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ) চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি জনাব কে এম রুবেল বলেন এই বিষয়টি ইতিমধ্যেই আমাদের নজরে এসেছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে। তিনি আরও বলেন এলাকার কিছু মানুষ বলছেন এটি পরিকল্পিত হত্যা।
এটি যাচাই-বাছাই করে দোশীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।এতে তিনি তৃীব নিন্দা ও প্রতিবাদ জানায়। এতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ) এর প্রতিষ্ঠাতা ও র্বোড অব ট্রাস্টির চেয়ারম্যান জনাব আহমেদ আবু জাফর তৃীব নিন্দা ও প্রতিবাদ জানায়৷
এই বিষয় ডবলমুরিং থানার এসআই মহিম উদ্দিন বলেন, ‘কামাল উদ্দিন তার বাসার চারতলার বারান্দা থেকে পড়ে মারা গেছেন বলে পরিবার এর দাবি। তবে এই মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। তার মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ আছে কিনা তা তদন্ত করে দেখছি আমরা।’
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম ভূঁইয়া বলেন, ‘কামাল উদ্দিনের মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখছি। লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।’