image
image
image
image
image
image

আজ, শনিবার, ৩ জুন ২০২৩ ইং

ছাদ থেকে পড়ে সাংবাদিক কামাল উদ্দিন এর রহস্যজনক মৃত্যু

আসিফ খোন্দকার চট্টগ্রাম    |    ২০:৪২, মে ৭, ২০২২   |    403




মোঃ আসিফ খোন্দকার, চট্টগ্রাম :

 

চট্টগ্রামে চারতলা ভবন থেকে পড়ে কামাল উদ্দিন (৫৭) নামে এক সংবাদকর্মীর মৃত্যু হয়েছে।

 

এডি/এমডি এ চট্টগ্রাম 

তার মৃত্যু ঘিরে এলাকার লোকজন ও সাংবাদিক সমাজ এর মাঝে নানা কথা ছড়িয়ে পড়েছে। নগরীর পাহাড়তলী বারোকোয়াটার এলাকায় এই ঘটনাটি ঘটে। এলাকাবাসীরা বলেন কামাল উদ্দিনকে পরিকল্পিতভাবে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। তারা আরও বলেন র্দীঘদিন ধরে পারিবারিক দন্দ চলছিল।

 

 

তবে পরিবারের দাবি, কামাল উদ্দিন চারতলা ভবনের বারান্দা থেকে পড়ে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি জাতীয় দৈনিক নবজীবন পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর চট্টগ্রাম জেলা কমিটির সাবেক প্রচার সম্পাদক ছিলেন।

 

 

এই বিষয় নিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ) চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি জনাব কে এম রুবেল বলেন এই বিষয়টি ইতিমধ্যেই আমাদের নজরে এসেছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে। তিনি আরও বলেন এলাকার কিছু মানুষ বলছেন এটি পরিকল্পিত হত্যা।

 

এটি যাচাই-বাছাই করে দোশীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।এতে তিনি তৃীব নিন্দা ও প্রতিবাদ জানায়। এতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ) এর প্রতিষ্ঠাতা ও র্বোড অব ট্রাস্টির চেয়ারম্যান জনাব আহমেদ আবু জাফর তৃীব নিন্দা ও প্রতিবাদ জানায়৷

 

এই বিষয় ডবলমুরিং থানার এসআই মহিম উদ্দিন বলেন, ‘কামাল উদ্দিন তার বাসার চারতলার বারান্দা থেকে পড়ে মারা গেছেন বলে পরিবার এর দাবি। তবে এই মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। তার মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ আছে কিনা তা তদন্ত করে দেখছি আমরা।’

 

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম ভূঁইয়া বলেন, ‘কামাল উদ্দিনের মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখছি। লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।’

 

 

 

 



রিলেটেড নিউজ

দুই দিনের ছুটিতে বুড়িমারী স্থলবন্দর

২১:৪৯, মার্চ ৭, ২০২৩

দুই দিনের ছুটিতে বুড়িমারী স্থলবন্দর


মধুপুরে চুরি হওয়া ১২টি ল্যাপটপ উদ্ধার

২১:১৪, মার্চ ৭, ২০২৩

মধুপুরে চুরি হওয়া ১২টি ল্যাপটপ উদ্ধার


 বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ফুলবাড়ীতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

২১:১০, মার্চ ৭, ২০২৩

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ফুলবাড়ীতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত


পাকিস্তান আমল থেকে রাস্তার পাশে  রুবিগেট  ট্রাক স্টান্ড,

২৩:৪১, ফেব্রুয়ারী ১, ২০২৩

পাকিস্তান আমল থেকে রাস্তার পাশে রুবিগেট ট্রাক স্টান্ড,


শীতের কাপড়ের যত্নআত্তি

১১:৩৯, জানুয়ারী ৪, ২০২৩

শীতের কাপড়ের যত্নআত্তি


বাকলিয়ায় মাদ্রাসা ও হেফজখানার উদ্বোধন করলেন কাউন্সিলর শহিদ

১১:৪০, জানুয়ারী ৩, ২০২৩

বাকলিয়ায় মাদ্রাসা ও হেফজখানার উদ্বোধন করলেন কাউন্সিলর শহিদ


A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): Write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 263

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /var/cpanel/php/sessions/ea-php74)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: