শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১০:২১, জুন ২৩, ২০২২ | 24
দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে আগামী ২৫ জুন। আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে পদ্মা সেতুর স্বপ্নজয়ের যাত্রা শুরু।
মাদারীপুরের শিবচরের বাংলাবাজার এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানের জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে পদ্মা সেতুর আদলেই তৈরি করা হচ্ছে জনসভার মঞ্চ।
সমাবেশ সফল করতে আওয়ামী লীগের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা উদ্যোগ। আর ১০ লাখ মানুষের সমাগমকে টার্গেট করে ব্যাপক নিরাপত্তার কথা জানান পুলিশ সুপার।
বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনকে ঘিরে মাদারীপুরের শিবচরে সাজ সাজ রব। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে চারপাশ। কাজ শেষ করতে দম ফেলার সুযোগ নেই শ্রমিক-কর্মচারীদের। বাংলাবাজার ঘাট এলাকায় প্রস্তুত করা হচ্ছে মঞ্চ। জনসভার এই মঞ্চটি তৈরি হচ্ছে পদ্মা সেতুর আদলে।
পদ্মা সেতুর টোল প্লাজা থেকে কাওড়াকান্দি পুরনো ফেরিঘাট এলাকার চারপাশের ৮ কিলোমিটার এলাকাজুড়ে ৭ শতাধিক মাইক বসানো হয়েছে। সঙ্গে রয়েছে আধুনিক শব্দযন্ত্র। সেতু চালুতে ঘাট এলাকায় কোনো ভোগান্তি থাকবে না, এতে আনন্দিত সবাই।
প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে নানা উদ্যোগের কথা জানান শিবচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম।
তিনি বলেন, উৎসবমুখর পরিবেশকে আরও সুন্দর করার জন্য এখানে বিভিন্ন ধরনের পোস্টার, ব্যানার, ফেস্টুন লাইটিং ইত্যাদি আমরা করব। পাশাপাশি হোস্ট হিসেবে অতিথিদের সার্বিক কল্যাণে আমরা সহযোগিতা করব।
মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা বলেন, পদ্মা সেতুর উদ্বোধন হতে যাচ্ছে, এ অঞ্চলের মানুষ তার সুবিধা ভোগ করবে। মাদারীপুরের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে আমরা সেদিনের জনসভায় উপস্থিত হব।
লাখ লাখ মানুষের সমাগমকে ঘিরে পুরো এলাকা, আনা হয়েছে সিসি ক্যামেরার আওতায়। পাশাপাশি তিন স্তরের নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার।
মাদারীপুর জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, আমরা সাধারণত সমাবেশস্থলে আসার যে এন্ট্রি পয়েন্টগুলো আছে সেগুলো থেকে শুরু করে এখানে যত ধরনের পয়েন্ট আছে, যা যা আছে আমরা সব জায়গায় নিরাপত্তা দেব। এটা যেহেতু ভিভিআইপি প্রোগ্রাম সেহেতু ভিভিআইপিদের নিরাপত্তার বিষয়টি এসএসএফ দেখে থাকে আর বাকি বিষয়গুলো সমন্বয় করেই আমরা করছি। সুতরাং আশা করছি যে কোথাও কোনো ব্যত্যয় বা সমস্যা হবে না।
সেতুর উদ্বোধনের দিন থেকে ৩০ জুন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত জেলা প্রশাসনের আয়োজনে জনসভাস্থলে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেবে দেশের খ্যাতিমান শিল্পীরা।
Developed By Muktodhara Technology Limited