শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১০:৩৭, জুন ২৩, ২০২২ | 22
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ বুধবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে মিষ্টি প্রস্তুত করায় এবং কারখানা কর্মরত কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকায় নগরীর আইস ফ্যাক্টরী রোডস্থ রেলওয়ে সুপার মার্কেটের সাধু মিষ্টি ভান্ডার কারখানাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এসময় অমরচাঁদ রোডের ফুটপাত ও রাস্তার উপর সাইকেল রেখে জনসাধারণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৬ দোকানদারের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অপর এক অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর থেকে মির্জাপুল পর্যন্ত পরিচালিত অভিযানে রাস্তা ও ফুটপাতের উপর ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও নির্মান সামগ্রী রেখে যান ও জন চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।
Developed By Muktodhara Technology Limited