শিরোনাম
পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ | ১০:৫৩, জুন ২৩, ২০২২ | 26
পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় উচ্চ মূল্যের ফল-ফসলের সম্প্রসারণ ও বাজারজাতকরণ র্শীষক ভ্যালু চেইন উপ প্রকল্পের আওতায় সমঝোতা স্বারক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুন) সকাল ১১টায় উদ্দীপন পুঠিয়া শাখায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উচ্চ মূল্যের ফল ও ফসল চাষে জৈব সারের ব্যবহার বৃদ্ধি সংক্রান্ত উদ্দীপন ও কাজী ফার্মস গ্রুপের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়।
গ্রামীণ মাইক্রো এন্টারপ্রাইজ রূপান্তর প্রকল্পের (জগঞচ) মাধ্যমে পুঠিয়া উপজেলা ও নাটোর জেলার সদর উপজেলার ৫’শ জন সদস্যকে জৈব সার ব্যবহার বৃদ্ধি নিশ্চিত করে নিরাপদ ফল ও ফসল চাষে উৎসাহিত করবে।
প্রকল্পের আওতায় ১৪টি জেলর ২৪টি উপজেলায় ৫১ হাজার উপকারভোগীর মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক চাষী পরিবার ক্ষুদ্র উদ্যোগতাদের আয়বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পারিবারিক পুষ্টি উন্নয়নের জন্য কাজ করছে।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহোযগিতায় ও উদ্দীপনের বাস্তবায়নে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাজী ফার্মস গ্রুপের কৃষিবিদ মোহাম্মাদ আবু তাহের, উদ্দীপন জোনাল ম্যানেজার রাজশাহীর নূরুল ইসলাম, আরএমটিপি প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মোস্তফা কামাল, রিজিওনাল ম্যানেজার উদ্দীপন পুঠিয়া অঞ্চলের মোহাম্মদ বেল্লাল হোসেন, উদ্দীপনের সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর জাহাঙ্গির আলম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও এলাকার সম্মানিত জৈব সার ডিলার, রিটেইলার, বিভিন্ন নার্সারীর মালিক ও ফল চাষীগণ।
Developed By Muktodhara Technology Limited