শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৯:৫৫, জুন ২৯, ২০২২ | 35
মহানগর গোয়েন্দা (পশ্চিম & বন্দর) বিভাগ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম ২০০০(দুই হাজার) পিস ইয়াবাসহ ২৮ জুন ২০ঃ৩৫ সময়ে ০১জনকে আটক করেছে।
উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম & বন্দর ) জনাব মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক তত্বাবধানে অতিরিক্ত উপ -পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ সামীম কবীর ও সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ মাসুদ রানার নির্দেশনায় ( টিম নং- ৫১), ইন্সপেক্টর জনাব মোঃ মনজুর কাদের মজুমদার, এসআই(নিঃ)/এস এম সফিউল আজম মুন্সি সঙ্গীয় এএসআই/তাপস কান্তি দাশ, ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদ ও প্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন পাক্কার মাথা মেহমান হোটেল এন্ড বিরানী হাউজ এর সামন থেকে ১) মোঃ হেলাল উদ্দিন (৩২) কে ২০০০(দুই হাজার) পিস ইয়াবাসহ আটক করে।
এ সংক্রান্তে আকবরশাহ থানায় মামলা রুজু করা হয়েছে।
Developed By Muktodhara Technology Limited