শিরোনাম
মিঠু মুরাদ লালমনিরহাট প্রতিনিধি | ১৮:৫৩, জুন ২৯, ২০২২ | 33
বুধবার (২৯ জুন) দুপুর ১২টার পরিমাপে তিস্তা নদীর ব্যারাজ পয়েন্টে পানি বেড়ে বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্যারাজ কর্তৃপক্ষ খুলে দিয়েছে ৪৪টি জলকপাট।
জানা গেছে, চলতি মাসের দুই দফা বন্যার ধকল কাটতে না কাটতেই আবারও বন্যাকবলিত হওয়ার আশঙ্কায় পড়েছে লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও লালমনিরহাট সদরসহ পাঁচ উপজেলার ১৩টি ইউনিয়নের ১৫ হাজার পরিবারের প্রায় ৫০ হাজার মানুষ।
গত ৪-৫ দিনে পানি নেমে যাওয়ায় অনেকেই নতুন করে জীবন-জীবিকার যে প্রত্যাশা করছিলেন তা আবারও ভেস্তে গেল। সবাই এখন আবারও অজানা আতঙ্ক নিয়ে মারাত্মক হতাশা আর অস্থিরতায় সময় পার করছেন।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান সময় সংবাদকে বলেন, ‘পানি বেড়ে যাওয়ায় আমরা সবাই সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছি। ব্যারাজ পয়েন্টে পানি বেড়ে বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্যারাজ কর্তৃপক্ষ খুলে দিয়েছে ৪৪টি জলকপাট। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।’
এদিকে লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর সময় সংবাদকে বলেন, ‘চলতি মৌসুমে দুই দফা বন্যা আমরা সফলতার সঙ্গে মোকাবিলা করেছি। তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, আমরা সে বিষয়ে অবগত আছি। পাশাপাশি বন্যা পরিস্থিতিতে জনমানুষের দুর্ভোগ লাঘবে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। এছাড়াও পর্যাপ্ত ত্রাণসামগ্রী ও নগদ অর্থ মজুত রয়েছে।’
Developed By Muktodhara Technology Limited