শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:৪৫, জুলাই ৩, ২০২২ | 14
সম্প্রতি অতি বর্ষণে নগরীর বিভিন্ন ক্ষতিগ্রস্থ রাস্তা দ্রুত মেরামত করার নির্দেশ দিয়েছেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। জনসাধারণের চলাচলে দূর্ভোগ লাঘবে নগরীর প্রধান ও অলি গলির যেসকল সড়কে বৃষ্টির পানি জমে খানা খন্দকে পরিণত হয়েছে। সেগুলো প্যাঁচ ওয়ার্কের মাধ্যমে কোরবানীর ঈদের পূর্বে দ্রুত মেরামত করতে প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
সে লক্ষ্যে আজ শনিবার সকালে নগরীর কদমতলী ফ্লাইওভার, বাগমনিরাম ওয়ার্ড, ফিরিঙ্গী বাজার, বড়পুল হালিশহর রোড, মুরাদপুর রেল লাইন সংলগ্ন সড়ক, হালিশহর আনন্দবাজার সড়ক, রামপুর ওয়ার্ডে ফকির গলি সড়কে কাপেটিং করা হয়।প্রকৌশল বিভাগ থেকে জানান হয় কোরবানীর পূর্বে সড়কের খানা খন্দক মেরামত
করা হবে।
Developed By Muktodhara Technology Limited