শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:৪৯, জুলাই ৩, ২০২২ | 35
বৃহত্তর চট্টগ্রামের পরিবহন শ্রমিকদের অধিকার আদায়ের সংগঠন ‘চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগ’-এর পক্ষ থেকে গতকাল ১ জুলাই শুক্রবার সকাল ১১টায় বঙ্গবন্ধু সরকারের স্বাস্থ্যমন্ত্রী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, বৃহত্তর চট্টগ্রাম আওয়ামী লীগের অন্যতম অভিভাবক জননেতা জহুর আহমদ চৌধুরীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর দামপাড়া পল্টন রোডস্থ কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মদ মিনহাজ ও সাধারণ সম্পাদক মো. কালিম শেখের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি স ম জিয়াউর রহমান, সহ- সভাপতি মো. আবু হানিফ জনি, মো. হাসান মুরাদ, মো. জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. গাজী আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. বায়েজিদ ফরায়েজী, মো. ইমরান হোসেন রাসেল, প্রচার সম্পাদক মো. আনোয়ার হোসেন রাজু, অর্থ সম্পাদক মো. নুর আহমদ, যানজট নিরসন বিষয়ক সম্পাদক মো. শাহ আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আবদুল আলীম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. হেলাল উদ্দিন, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মো. নুরুল আমিন, তথ্য ও গবেষণা সম্পাদক মো. রুবেল, সড়ক বিষয়ক সম্পাদক নিরঞ্জন দাস, কার্যকরী সদস্য মো. জয়নাল শেখ। এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব, ৪১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. মাইনুল ইসলাম।
এ সময় নেতৃবৃন্দরা বলেন, জননেতা জহুর আহমদ চৌধুরী ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের নিবেদিত সাহসী সৈনিক। তিনি আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে চট্টগ্রামের উন্নয়নে কাজ করে গেছেন। বর্তমান সময়ে তার
মতো ক্ষণজন্মা নেতা বিরল।
Developed By Muktodhara Technology Limited