শিরোনাম
লালমনিরহাট প্রতিনিধি | ১৯:৩৩, জুলাই ২১, ২০২২ | 80
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সারাদেশে ২৬,২২৯ টি ভূমিহীন, গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান করেন। এর অংশ হিসেবে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তৃতীয় পর্যায়ে (২য় ধাপে) ১৪ ভূমিহীন পরিবারকে উপহারের ঘর দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২১ শে জুলাই সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ এর সন্চালনায় শুভ উদ্বোধন অনুষ্ঠানে ভার্চ্যুয়াল যুক্ত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। বক্তব্য রাখেন চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজু, উপজেলা পরিবার পরিকল্পনা কমকর্তা ডা: দেবব্রত রায়, উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
আরোও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ছনি, উপজেলা প্রকৌশলী আবু তৈয়ব মো: শামসুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন সরকার, মদাতি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব, ভোটমারী ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন প্রমুখ। এ সময় সকলের হাতে গৃহের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়।
Developed By Muktodhara Technology Limited