image
image
image
image
image
image

আজ, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ ইং

বখাটে ও কিশোরগ্যাং এর অত্যাচারে অতিষ্ঠ কুঞ্জছায়াবাসী

মোঃ আসিফ খন্দকার, চট্টগ্রাম    |    ০০:৫১, জুলাই ২৪, ২০২২   |    121




বিপদগামী, বখাটে ও কিশোর অপরাধীদের অত্যাচারে অতিষ্ঠ কুঞ্জছায়া আবাসিক এলাকার শান্তি প্রিয় অধিবাসী।

 

 

সম্প্রতি কিছু বিপদগামী ও বখাটে কিশোরদের অসামাজিক কার্যকলাপে অতিস্ট হয়ে উঠেছে শান্তিপ্রিয় ও সুশৃঙ্খল এলাকার খ্যতিময়  কুঞ্জছায়া আবাসিক এলাকার বসবাতরত জনসাধারণ ।

 

 

উক্ত এলাকার ১ , ২, ও ৩ নং রোডে ( বিশেষ করে ০২নং রোডের অবস্থা খুবই মারাত্মক ) কিছু বহিরাগত ও অস্থায়ী ভাড়াটিয়াদের বিপদগামী সন্তানরা গ্রুপ বেঁধে আড্ডা দিচ্ছে মোড়ে মোড়ে । শুধু অধিক রাত অবধি আড্ডাদিয়েই ক্ষ্যান্ত নয় তারা !! তারা দলবেধে ধূমপান করে ( অন্য কিছুও সম্ভবত সেবন করে ) অধিক গতি ও হর্ণ বাজিয়ে মোটরসাইকেলের মহড়াসহ বিভিন্ন কার্যকলাপ চালিয়ে ক্ষমতা প্রদর্শন করে এলাকায় ভীতির সৃষ্টি করছে ।

 

 

এছাড়াও স্কুল কলেজের ছাত্রীদের যাতায়াতে তারা উত্ত্যক্তও করছে বিভিন্নভাবে ।আবাসিক এলাকা হওয়ায় রোডে বিকালে ছোট ছোট ছেলে মেয়েরা খেলাধুলা করে ও সাইকেল চালায় আর ভদ্র মহিলাগণ বৈকালিক হাটাহাঁটি করতেও সমস্যা হচ্ছে তাদের কারনে । এ সকল বিষয়সমূহ অনেকে দেখেও চোখ লজ্জার ও মানসম্মানের কথা মাথায় রেখে দেখেও এড়িয়ে যাচ্ছে । ফলে দিন দিন তা বেড়েই চলেছে আর অনিরাপদ হয়ে পড়ছে শান্তিময় এলাকাটি । 

 


এ বিষয়ে বিভিন্নজন আমাকে কলকরে ও মৌখিকভাবে অভিযোগ জানায় আর অভিযোগের ভিত্তিতে এর সত্যতাও আমি নিজ চোখে দেখতে পাই কিছু কিছু এবং সঙ্গে সঙ্গে তার উচিত ব্যবস্থাগ্রহণ করি । কিন্তু কয়েকদিন শান্ত থাকলেও তারা আবারো স্বমূর্তি ধারণ করেছে । 

 

 


তাই আমি অত্র এলাকার অভিভাবকদের ( উক্ত পথভ্রষ্ট সন্তানদের ) সতর্কপূর্বক অবগত করছি যে আগামী ৭ দিনের মধ্যে যদি আপনারা আপনাদের সন্তানদের এহেন কার্যকলাপ থেকে বিরত না রাখেন তবে তার জন্য আপনারাই দায়ী থাকবেন । তখন কে আপন আর কে পর বা পরিচিত তা দেখতে পারবো না । 

 

 


এই বিষয়ে ইতিমধ্যে প্রশাসনের ( র‍্যাব, পুলিশ, পিবিআই ও ডিবি) উপর মহলকে এবং স্থানীয় জনপ্রতিনিধিকে অবগত করা হয়েছে ।
তাই আপনারা সকলে এলাকার বৃহত্তর স্বার্থে স্ব স্ব অবস্থান থেকে বিপদগামী এই সকল কিশোরদের এহেন কর্মকান্ডের বিরুদ্ধে অবস্থান নিয়ে সহযোগিতা করুন ।



রিলেটেড নিউজ

শেরপুরে ভুট্টার বাম্পার ফলন: কৃষকের মুখে হাসি

১৫:১৪, মে ১৭, ২০২৩

শেরপুরে ভুট্টার বাম্পার ফলন: কৃষকের মুখে হাসি


যশোরে মামলার অর্ধেকই মাদকের

১৪:৫৯, মে ১৭, ২০২৩

যশোরে মামলার অর্ধেকই মাদকের


১৮ সালের নির্বাচনে কোনো অনিয়ম হয়নি : সিইসি

১২:৪৪, মে ১৭, ২০২৩

১৮ সালের নির্বাচনে কোনো অনিয়ম হয়নি : সিইসি


মরুভূমির সাম্মাম ফল চাষ হচ্ছে শেরপুরের গারো পাহাড়ে

১২:৩৪, মে ১৭, ২০২৩

মরুভূমির সাম্মাম ফল চাষ হচ্ছে শেরপুরের গারো পাহাড়ে