শিরোনাম
মো জহরুল ইসলাম হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: | ১৮:৪৭, জুলাই ২৭, ২০২২ | 111
ঠাকুরগাঁওয়ের হরিপুরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে । প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনে জন্য প্রশাসনের হস্তক্ষেপ কমনা করছেন এলাকাবাসী। এ বিষয়ে রহমতপুর গ্রামের আজিজুলের ছেলে কৃষক নজরুল ইসলাম গত ২দিন আগে বাদী হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাকিবুজ্জামানের বরাবরে লিখিত অভিযোগ দায়ের করলেও কোন পদক্ষেপ গ্রহণ করেনি বলে বাদী নজরুল ইসলাম জানান। বাদী নজরুল ইসলাম বলেন, হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের রহমতপুর গ্রামের বীরেন ও সুভেন উপজেলার হাটপুকুর গ্রামের বালু ব্যবসায়ী মোহাম্মদ আলীকে দিয়ে নিলফামারী ঢিমলা থেকে ড্রেজার মেশিন নিয়ে এসে বেশ কয়েক ফুট গভীর করে অপরিকল্পিত ভাবে অবৈধভাবে বালু উত্তোলন করে দীর্ঘদিন যাবৎ বালুর ব্যবসা করছেন।
অভিযোগ কারী নজরুল ইসলাম আরও বলেন, নোনা নদীর মাঝখানে পুকুর খনন করলে পুকুরের চারপাশে কৃষি জমির মারাত্মক ক্ষতি হবে, আমাদের কৃষি আবাদ বিলিন হয়ে গেলে আমরা কৃষি আবাদ থেকে হারিয়ে যাবো। নোনা নদীর জলাশয়ের মালিক সুভেন বলেন, আমার জমিতে বালু ব্যবসায়ী মোহাম্মদ আলী তার নিজ খরচে ড্রেজার মেশিন দিয়ে পুকুর খনন করে দিবেন এবং উক্ত স্থান থেকে উত্তোলোন কৃত বালু তিনি নিবেন।
বালু উত্তোলনের জন্য প্রশাসনের অনুমতি নিয়ে তিনি এ কাজটি করবেন বলে জানান। ড্রেজার মালিক ও বালু ব্যবসায়ী মোহাম্মদ আলী বলেন, প্রশাসনের লোকজনের সাথে যোগ সাজশেই বালু উত্তোলন করা হচ্ছে। এবিষয়ে উপজেলা সহকারী ভুমি কমিশনার রাকিবুজ্জামান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট ইউনিয়ন ভুমি তৌশিলদারকে ঘটনা স্থলে গিয়ে বালু সিজ করে অভিযোগকারী ও বালু উত্তোলন কারীদের নাম ঠিকানা যাচাই করতে বলা হয়েছে। রিপোর্ট হাতে পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Developed By Muktodhara Technology Limited