শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১৭:০৩, আগস্ট ১, ২০২২ | 21
চট্টগ্রাম নগরীর হালিশহরের হারিয়ে যাওয়া দুই শিশুর সন্ধান পাওয়া গেছে। আজ সোমবার (১ আগস্ট) বি-ব্লক ও বড়পুল এলাকায় তাদের সন্ধান পাওয়া যায়। সন্ধান পাওয়া দুই শিশু হলো- দশ বছর বয়সী সো. বাছিত, তার ভাষ্যমতে তার বাবার নাম মো. ইয়াছিন ও মায়ের নাম মোছাম্মৎ দেলোয়ারা বেগম। সে আনন্দ বাজার টেকের মোড়ে একটি মাদ্রাসায় পড়াশোনা করে। অন্য শিশুটি হলো ১৩ বছর বয়সী শাহজালাল প্রকাশ বাবু। সে কোতোয়ালী থানার শাহ আমানত বিজ্র এলাকার মনি হাজির কলোনির মো. রহিম ও করুণা বেগমের ছেলে। তাকে আজ সোমবার (১ আগস্ট) সকালে বি-ব্লকের বিহারি কবরস্থান এলাকায় থেকে পাওয়া যায়। শিশু দুইটি এখন হালিশহর থানার হেফাজতে রয়েছে বলে জানা গেছে। তাদের পরিবারকে হালিশহর থানার ডিউটি অফিসারের এই নম্বরে 01320-052776 যোগাযোগ করতে বলা হয়েছে।
Developed By Muktodhara Technology Limited