শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:৩৫, আগস্ট ৪, ২০২২ | 119
নিজের দুটি জনপ্রিয় মৌলিক গানের পর এবার বাউল সম্রাট শাহ আব্দুল করিম এর বন্দে মায়া লাগাইছে গানে কণ্ঠ দিলেন শাহারুখ ইমতিয়াজ।
গানটি গত রবিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ইউটিউব চ্যানেল "Nasir Tube" এ পাবলিশড হয়েছে।
এর আগে গত বছর ঈদে মুক্তি পেয়েছিল তাঁর নিজের লেখা সুর করা ও কন্ঠে "প্রথম দেখা ভালোবাসা" ও "হতাশা" গান দুটি। স্কুল জীবন থেকেই কবিতা লিখতে ভালোবাসতেন তিনি। প্রেমিকাকে কবিতা লিখতে গিয়ে একদিন লিখে ফেলেন "প্রথম দেখা ভালোবাসা" গানটি স্কুল জীবনেই এটির সুর দেন। সেখান থেকে মূলত তাঁর গীতিকার ও সুরকার হয়ে উঠা। পাশাপাশি তিনি কন্ঠ শিল্পীও।
এ বিষয়ে জানতে চায়লে শাহারুখ বলেন, আমি কবিতা লিখতে ভালোবাসি একদিন প্রেমিকাকে কবিতা লিখতে গিয়ে প্রথম দেখা ভালোবাসা গানের উদ্ভব। সেখান থেকেই মূলত গান লিখা ও সুর করার প্রতি ঝুঁকি এবং নিজেই কণ্ঠ দিই।
গানের পাশাপাশি শাহারুখ বেসরকারি টেলিভিশন আরটিভিতে "আরেকটু ক্ষন বসো" নামের একটি নাটকও প্রযোজনা করেছেন এবং অভিনয় করেছেন। যেখানে তিনি শাহরুখ ইমতেহান ছদ্মনাম ব্যবহার করে প্রযোজনায় নাম লেখান।
এ বিষয়ে জানতে চায়লে তিনি বলেন, আমি অভিনয় পারিনা, কোথাও শেখাও হয়নি। তাই নাটকে প্রযোজনা করেছিলাম। ভেবেছিলাম এই সেক্টরে নিজেকে প্রতিষ্ঠিত করব কিন্তু প্রযোজনা করতে গিয়ে পরিচালকের অনুরোধে আংশিক অভিনয়ও করতে হয়েছে। যেখানে আমি নায়কের ভূমিকায় অভিনয় করেছি। নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনয়শিল্পী আফরান নিশো ও সাদিয়া ইসলাম মৌ তবে নাটকটি তেমন জনপ্রিয় হয়নি। নাটকটি দর্শকজনপ্রিয়তা না পাওয়ায় আমি প্রযোজনা থেকে দূরে সরে আসি। ভবিষ্যতে আবারও প্রযোজনায় যাব কিনা দ্বিধাদ্বন্দে আছি।
ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে জানতে চায়লে তিনি বলেন, আমি কিন্তু পলিটিক্সও করি। ভবিষ্যতে আসলে আমার জন্য কি অপেক্ষা করছে তা বিধাতায় একমাত্র ভালো জানেন।
পাঠকের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? পাঠকের উদ্দেশ্যে বলব আপনাদের হতাশ করব না। নিজে যদি সুস্থ থাকি, আগামীতে ভালো কিছু নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন।
Developed By Muktodhara Technology Limited