শিরোনাম
আবু রায়হান রাসেল, নওগাঁ প্রতিনিধি: | ১৩:৪৩, ডিসেম্বর ১১, ২০১৮ | 463
আবু রায়হান রাসেল, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় সন্ধানের আশায় ছবি নিয়ে দ্বারে দ্বারে ঘুরছে মা স্ত্রী সন্তান। নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের প্রতাপদহ গ্রামের মৃত: প্রভাস চন্দ্র গাইন এর ছেলে মানসিক ভারসাম্যহীন প্রনয় চন্দ্র গাইন (৩৫) গত কয়েক মাস ধরে নিখোঁজ। তার পরিবারে মা বাবা স্ত্রী ও ২মেয়ে রেখে নিখোঁজ হয়। অনকে দিন ধরে পাড়ায় মহল্লায় ও বিভিন্ন উপজেলায় উপজেলায় গ্রামে গঞ্জে দিনের পর দিন মা তার ছেলের ছবি ও তার স্ত্রী তার স্বামীল ছবি নিয়ে বিভিন্ন স্থানে কেদে কেদে ঘুরে বেড়াচ্ছেন। আজ বিশ্ব মানবাধিকার দিবনেও প্রনয় চন্দ্র গাইন এর মা নিহার(৭০) তার আর এক ছেলে প্রদীপ কুমার গাইন এবং প্রনয় চন্দ্র গাইনের স্ত্রী কবিতা রানী, মেয়ে প্রেমা (৭) প্রন্নি (৩) কে নিয়ে গতকাল সোমবার শহরের ব্রীজের মোড়ের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে প্রনয় চন্দ্র গাইন এর ছবি বুকে নিয়ে কেদে কেদে তার সন্ধান চাচ্ছে। প্রনয় চন্দ্র গাইনের সন্ধান জানাতে মোবাইল: ০১৭৬৫-৮১১৯০৬। এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার জিডি নং ৯৭৩ তারিখ ২১/০৬/২০১৮।
Developed By Muktodhara Technology Limited