শিরোনাম
সীতাকুন্ড প্রতিনিধি: | ২০:২৮, নভেম্বর ২০, ২০১৯ | 597
গত এক বছর পূর্বে ডায়াবেটিস রোগীদের সেবা প্রদানের উদ্দিশ্যে ডায়াবেটিস সেন্টারের উদ্ভোধন করে সীতাকুন্ড মর্ডান হাসপাতাল লিমিটেড। চট্টগ্রাম ডায়াবেটিস হাসপাতালের তত্বাবধানে ন্যায্যমূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে পৌরসদর দক্ষিন বাইপাস সংলগ্ন আমিরাবাদ এলাকায় অবস্থিত হাসপাতালে। ফ্রি- ডাক্তার চেক আপ,ফ্রি- পরীক্ষা ও মাসিক রোগী চিকিৎসা দেয়ার মাধ্যমে এক বছরে ২৩১০ জন রোগীর সেবা প্রদান করা হয়েছে। মডার্ন হাসপাতালের কনফারন্সে কক্ষে আয়োজিত ডায়ারেটিস সেন্টারে বর্ষ পূর্তী অনুষ্ঠানে এসব তথ্য প্রকাশ করেন হাসপাতাল কর্তৃপক্ষ।
বর্ষপূতী অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে বক্তব্য রাখেন, মর্ডান হাসপাতালের চেয়ারম্যান খালেদ মোশারফ, ব্যবস্থাপনা পরিচালক ডা. আফরোজা তালুকদার, ডা. ইফতেখার, ও সাংবাদিক জাহাঙ্গিও আলম (বিসেসি) মার্কেটেং স্বপন।
মতবিনিময়কালে চেয়ারম্যান বলেন,‘ সম্পূর্ন সেবার উদ্দিশ্যে বেসরকারী হাসপাতাল হওয়ার পরও ডায়াবেটিস সেন্টারের চালু করা হয়েছে। ডায়াবেটিসটা বাংলাদেশে মহামারী আকার ধারন করায় চিকিৎসার পাশাপাশী জনসচেতনতা সৃষ্টি করা হবে।
Developed By Muktodhara Technology Limited