Advertisement

সাবধানে থাকুন মিথুন উন্নতির যোগ বৃষের

ষ্টাফ রির্পোটারঃ    |    ১৮:৩৭, ফেব্রুয়ারী ১৭, ২০২০   |    141
সাবধানে থাকুন মিথুন উন্নতির যোগ বৃষের

মেষ: আজ সকালের দিকে অতিরিক্ত খরচ হওয়ার আশঙ্কা। গবেষকদের জীবনে কোনও শুভ পরিবর্তন আসতে পারে। প্রেমে চাপ আসতে পারে। প্রতিবেশীর সঙ্গে কোনও বিবাদে যাবেন না। গান বাজনা নিয়ে যারা কাজ করেন, তাদের জন্য কোনও সুযোগ আসতে পারে। স্ত্রীর কোনও কাজের জন্য শান্তি মিলতে পারে।

বৃষ: কোনও মহিলার জন্য বাড়িতে খুশির মুহূর্ত। নেশা থেকে একটু দূরে থাকুন। ব্যবসায় ভাল কিছু ঘটতে পারে। অফিসে উন্নতির যোগ। আজ অযথা খরচ হতে পারে। কোনও কাজে বার বার চেষ্টা করা বৃথা হবে। শরীরের কোনও কষ্ট অবহেলা করবেন না।

মিথুন: প্রতিবেশীর সঙ্গে বিবাদের জন্য সারা দিন মেজাজ গরম থাকবে। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। বাড়িতে কোনও বিবাদের শান্তিতে ব্যাঘাত। বিবাহের ব্যাপারে কোনও যোগাযোগ আসতে পারে। আজ একটু সাবধানে থাকুন, বিপদের আশঙ্কা রয়েছে। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। বিবাহিত জীবনে সুখের খবর আসতে পারে।

কর্কট: আজ সকাল থেকেই দিনটি ভাল যাবে না। আজ সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা প্রবল। সারা দিন কোনও কাজ নিয়ে চিন্তা থাকবে। চাকরির ক্ষেত্রে শুভ যোগাযোগ আসতে পারে। বাবার সঙ্গে  তর্ক হওয়ার জন্য মন খারাপ। সারা দিন কোনও প্রিয় জনের সঙ্গে থাকার জন্য মনে আনন্দ। পেটের কোনও সমস্যা হওয়ার আশঙ্কা।

সিংহ: মা-বাবার সঙ্গে ছোট কোনও বিষয়ে তর্ক। ব্যবসায় বাড়তি যোগাযোগের সম্ভাবনা। দুপুরের পরে কিছু পাওনা আদায় হওয়ায় আনন্দ। সম্পত্তির ব্যাপারে চাপ বাড়বে। অপরের কোনও উপকারের জন্য খরচ বৃদ্ধি। ব্যবসায় উন্নতি আসতে পারে। সংসারে শান্তি দেখতে পাবেন।

কন্যা: শত্রুর ব্যাপারে বাজে মনোভাব থাকবে। বুদ্ধির ভুলের জন্য চাপ আসতে পারে। ব্যবসায় ক্রেতার সঙ্গে বিবাদ। বাড়িতে অনেক বন্ধু আসতে পারে। শরীর নিয়ে সমস্যা থাকবে। বুদ্ধির জোরে শত্রু জয়। ভাই বা বোনের সঙ্গে সম্পত্তির ব্যাপারে অশান্তির আশঙ্কা। সম্মানহানির আশঙ্কা। প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে।

তুলা: সকালের দিকে ব্যবসায় সমস্যা বৃদ্ধি। কোনও বিশেষ কারণে আজ আনন্দ বাড়তে পারে। মায়ের বিষয়ে সমস্যা বাড়তে পারে। বাড়তি কাজের চাপ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে একটু বুঝে কথা বলুন। মানসিক উত্তেজনা বাড়তে পারে। চাকরির জায়গায় উন্নতির সুযোগ আসতে পারে। বাইরের কোনও লোকের জন্য আজ খরচ বৃদ্ধি।

বৃশ্চিক: আজ কোনও কাজের চেষ্টা বিফলে যেতে পারে। ভাল যোগাযোগ আসতে পারে। বুদ্ধির ভুলের জন্য কাজ নিয়ে সমস্যা। ব্যবসায় মন্দা আসতে পারে। পেটে যন্ত্রণা বাড়ায় কাজে ব্যাঘাত। আপনার নিন্দা আলোচনা হতে পারে। কিছু পাওনা আদায় হতে পারে। আয় বৃদ্ধি ও সঞ্চয় বৃদ্ধি। কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক।

ধনু: মানসিক অবসাদ আসতে পারে। প্রেমের জন্য কোনও সিদ্ধান্ত নিতে হতে পারে। মধুর কথাবার্তা বলবার জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন। শত্রুর ব্যাপারে চাপ থাকবে। পড়াশোনার জন্য ভাল সুযোগ আসবে। কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা করুন। ভাইয়ের সঙ্গে বিবাদ বাড়তে পারে।

মকর: শেয়ার বাজার নিয়ে চিন্তা বাড়বে। পেটের কোনও সমস্যা বৃদ্ধি। ব্যবসায় বাড়তি লাভ আসতে পারে। মানসিক অস্থিরতা থাকবে। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতির সুযোগ পাবেন। বাড়তি কোনও ব্যবসার জন্য আলোচনা। কাজের ক্ষেত্রে ভাল সুযোগ আসতে পারে। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ।

কুম্ভ: অহংকার যত কম করবেন ততই ভাল। মাথার যন্ত্রণা বাড়বে। কাজের ব্যাপারে ব্যাকুলতা বাড়তে পারে। ব্যবসার জন্য শুভ যোগাযোগ আসতে পারে। রাজনীতির সঙ্গে যুক্তদের জন্য ভাল কোনও খবর আসার সম্ভাবনা। কারও কাছে দয়ার পাত্র হতে পারেন। বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি। বাড়তি কোনও ব্যবসা থেকে অর্থ আসতে পারে।

মীন: বাড়তি কিছু আয় করতে গিয়ে বিপদের আশঙ্কা। মানসিক কষ্ট কাটাবার চেষ্টা করুন। ভাল কোনও জিনিস নষ্ট হতে পারে। আজ কোনও বন্ধুর থেকে ক্ষতি হতে পারে। ব্যবসায় চাপ আসতে পারে। আজ আপনার ব্যবহার কারও খারাপ লাগতে পারে। ব্যবসায় ভাল ও নতুন কোনও কাজ শুরু।Advertisement

রিলেটেড নিউজ

সাবধানে থাকুন মিথুন উন্নতির যোগ বৃষের

১৮:৩৭, ফেব্রুয়ারী ১৭, ২০২০

সাবধানে থাকুন মিথুন উন্নতির যোগ বৃষের


তুলার ব্যয় বাড়বে,মেষের বিবাদ স্ত্রীর সঙ্গে

১৫:৫১, জানুয়ারী ১৭, ২০২০

তুলার ব্যয় বাড়বে,মেষের বিবাদ স্ত্রীর সঙ্গে


কন্যার শান্তির দিনে সিংহের সংসারে অশান্তি

১৭:০১, জানুয়ারী ১৫, ২০২০

কন্যার শান্তির দিনে সিংহের সংসারে অশান্তি


বৃষের মিটবে অশান্তি, অসৎ কাজে মানসিক কষ্ট পাবে ধনু

১৭:২৯, জানুয়ারী ৭, ২০২০

বৃষের মিটবে অশান্তি, অসৎ কাজে মানসিক কষ্ট পাবে ধনু


মিথুনের মানসিক কষ্টের দিনে বৃষের শুভ দিন

১৬:২৪, জানুয়ারী ৬, ২০২০

মিথুনের মানসিক কষ্টের দিনে বৃষের শুভ দিন


Advertisement
Advertisement

আরও পড়ুন

সৈয়দপুরে ওসির নেতৃত্বে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ২ ডাকাত গ্রেফতার

২০:২৮, জুলাই ১, ২০২০

সৈয়দপুরে ওসির নেতৃত্বে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ২ ডাকাত গ্রেফতার


কালের আর্বতণে হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক অপরুপ শিল্পী বাবুই পাখি ও তার দৃষ্টিনন্দন বাসা

১৯:৫৮, জুলাই ১, ২০২০

কালের আর্বতণে হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক অপরুপ শিল্পী বাবুই পাখি ও তার দৃষ্টিনন্দন বাসা


১৯:৩৪, জুলাই ১, ২০২০

"ঘুড়ি উড়ানো - বিনোদনের এক অনন্য মাত্রা"


করোনায় আক্রান্ত কাউন্সিলর সাবের আহমদ

০০:২২, জুন ২৭, ২০২০

করোনায় আক্রান্ত কাউন্সিলর সাবের আহমদ


জবিতে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

২৩:০৭, জুন ১৯, ২০২০

জবিতে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি