শিরোনাম
নিজস্ব প্রতিনিধিঃ | ১৮:১৯, ফেব্রুয়ারী ২২, ২০২০ | 1613
নিজস্ব প্রতিনিধিঃ
চট্টগ্রাম বাশঁখালী থানার অন্তরগত বাংলা বাজারের পাশে ৮নং গন্ডামারা ইউনিয়ন পূর্ব বরগুনায় আজ দুপুর ১ ঘটিকায় লেদু মিয়া নামের এক ব্যক্তি স্থানীয় এক প্রভাব শালী ব্যক্তি শামসুল আলমের হাতে নির্মাম ভাবে খুন হয়।খুনের খবর পেয়ে বঞ্চিত শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব জনাব মোহাম্মদ আলী ও পরিচালাক আশরাফ চৌধুরির নির্দেশনায় সাথে সাথে পৌছায় বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের কালচ্যারেল সেক্রেটারি মিনহাজ বাঙালী ও ক্যমরা ম্যান আবদুর রহিম।ঘটনা স্থলে গিয়ে জানা যায়, স্থানীয় এক বৃত্তশালী ব্যক্তি শামসুল আলম, পিতা মৃত আবুল খাইর এর হাতে লেদুমিয়া, পিতা হাবীবুর রহমান জুতা ও লাটির আঘাতে খুন হয়। এ সম্পর্কে যখন বাশঁখালী থানা পুলিশের সাথে কথা হয় তখন তারা বলেন অসহায় এই পরিবারের পাশে থেকে তারা উক্ত আসামির বিরুদ্ধে সঠিক তদন্ত করে প্রোয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দ্রুত আইনের আওতাই আনা হবে বলে জানালেন ডিউটি অফিসার এস আই বিপ্লভ।এবং উক্ত পরিবারের একটি দাবি তারা যেন তাদের বাবার হত্যার বিচার চাই। এমতা অবস্তায় ছোট শিশু গুলোর পাশে দাড়ায় বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর শাখা।
Developed By Muktodhara Technology Limited