প্রেস বিজ্ঞপ্তি | ০০:৪৫, জুলাই ২২, ২০২০ | 206
বহুল প্রচারিত জাতীয় দৈনিক আলোকিত দেশ পত্রিকার কক্সবাজার জেলা স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়েছেন তরুন ও উদীয়মান
উখিয়া উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক এবং বাংলাদেশ মস্ফল সাংবাদিক ফোরাম (বি এম এস এফ ) কক্সবাজার জেলা কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক
সাংবাদকর্মী শাকুর মাহমুদ চৌধুরী । পত্রিকার সম্পাদক ও প্রকাশক কে এম রুবেল। স্বাক্ষরিত একটি পত্র জানানো হয়, চলতি বছরের জুলাই মাস থেকে শাকুর মাহমুদ চৌধুরী জেলা স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ দেয়া হয়।
বর্তমানে কক্সবাজার জেলা থেকে বহুল প্রচারিত দৈনিক আলোকিত উখিয়া পত্রিকায় সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবেও কাজ করছেন তিনি।
জাতীয় দৈনিক আলোকিত দেশ পত্রিকার কক্সবাজার জেলা স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পাওয়ায় উখিয়া উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক আবুল কালাম আজাদ ও যুগ্ম আহ্বায়ক তানভীর শাহরিয়ার এবং সাংবাদকর্মী শাহেদ হোছাইন মুবিন সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অভিনন্দন জানিয়েছেন।
এ দিকে জাতীয় দৈনিক আলোকিত দেশ কক্সবাজার জেলা স্টাফ রিপোর্টার শাকুর মাহমুদ চৌধুরী জানান, সততা ও দক্ষতার সাথে দীর্ঘদিন ধরে সুনামের সহিদ কাজ করছি। আগামীতেও যেন সুনামের সহিদ কাজ করতে পারি, সেটাই প্রত্যাশা করি।
তিনি জেলার সকল গণমাধ্যম কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে সার্বিক সহযোগীতা কামনা করেন।
যেন আগামীতে দেশ ও মাতৃভূমির সকল নাগরিকের জন্য, নিরলসভাবে বাংলার মেহনতি মানুষের ভালবাসা নিয়ে সেবায় নিয়োজিত থাকতে পারি। তাই সকল নাগরিকের সহযোগীতা কামনা করি।