প্রেস বিজ্ঞপ্তি : | ০০:৪৫, জুলাই ২৫, ২০২০ | 58
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) বন্দর জোন কমিটির উদ্যোগে ২৪জুলাই বিকাল ৫টায় নগরীর বন্দরটিলায় ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কমিটির উপদেষ্টা, বিশিষ্ট মানবাধিকার নেতা ( সার্ক)এর এম.এ আজিজ,উদ্বোধক অতিথি- জেলা সভাপতি কেএম রুবেল,সাঃসম্পাদক মোঃ জোনায়েদ,প্রধান বক্তা- কেন্দ্রিয় সদস্য মোঃ সোহাগ আরিফিন। বন্দর জোন কমিটির আহবায়ক-এম. এ হালিমের সভাপতিত্বে এবং সিঃ যুগ্ন আহবায়ক জাফর ইসলাম জাহেদের সঞ্চালনায়ে উধ্বোধনী সভাতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বন্দর জোন কমিটির উপদেষ্টা মাইনুল ইসলাম, জেলার সহ-সভাপতি খলিলুর রহমান,যুগ্ন সম্পাদক-মোঃ হোসাইন, অর্থ সম্পাদক-আব্দুল কাদের রাজু। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- সদস্য সচিব মুঃ বাবুল হোসেন বাবলা, জেলার সদস্য মোঃ নাছির উদ্দিন,এস.এম আশ্রাফ, কামাল উদ্দিন ,জসিম উদ্দিন জয়,আসাদ,নজরুল কপিল উদ্দিন সহ বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ। ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার আগে ২১সদস্য বিশিষ্ট বন্দর জোন কমিটি তে এম.এ হালিম সভাপতি,জাফর ইসলাম জাহেদ-সিঃসহ-সভাপতি, ফারুখ নাছির সহ-সভাপতি,বাবুল হোসেন বাবলা সাধারণ সম্পাদক, জসিম উদ্দিন জয় -যুগ্ন সম্পাদক(১)কে ঘোষনা করে কমিটি অনুমোদন দেন জেলা ও কেন্দ্রিয় কমিটির নেতৃবৃন্দ।