image

নিয়োগ দিচ্ছেন ওয়ালটন

image

আবেদন করতে পারবেন নারী-পুরুষ উভয়ে।
 
পদের নাম : সিস্টেম ডেভেলপমেন্ট

পদসংখ্যা: ৫ জন


যোগ্যতা:


যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিএসই/ইটিই বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর java, c ও c++ এ ভালো দক্ষতা থাকতে হবে। প্রার্থীর আবেদনের জন্য ন্যূনতা ৩৫ বছর বয়সী হতে হবে। নির্বাচিত প্রার্থীকে ঢাকায় নিয়োগ দেওয়া হবে।

বেতন ভাতা:

 বেতন আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া:

প্রার্থীর সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ লিখিত আবেদনপত্র ও প্রয়োজনীয় সব কাগজ উল্লিখিত ঠিকানায় পাঠাতে হবে। ঠিকানা : এক্সিকিউটিভ ডিরেক্টর (এইচআরএম), ওয়ালটন গ্রুপ, করপোরেট অফিস, প্লট নং-১০৮৮, ব্লক-১, রোড নং-সাবরিনা সোবহান, বসুন্ধরা, ঢাকা-১২২৯। অথবা প্রার্থীরা চাইলে বিডিজবস/ওয়ালটন ওয়েবসাইটে (http://jobs.waltonbd.com) অনলাইনের মাধ্যমেও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ ডিসেম্বর, ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র : বিডিজবস