image

মা হারালেন অক্ষয় কুমার

image

বলিউড অভিনেতা অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া মারা গেছেন। বুধবার (০৮ সেপ্টেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

 

আশঙ্কাজনক অবস্থায় তাকে মুম্বাইয়ের হীরানন্দানি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছিল।

 

অক্ষয় কুমার নিজেই সামাজিক মাধ্যমে মা হারানোর দুঃসংবাদটি জানিয়েছেন।  

 

টুইটারে অক্ষয় লেখেন, ‘তিনি আমার সবকিছু ছিলেন। অস্তিত্বের গভীরে আমি এক অসহ্য যন্ত্রণা অনুভব করছি। আজ সকালে আমার মা শ্রীমতি অরুণা ভাটিয়া পৃথিবীর মায়া ত্যাগ করেছেন এবং পরকালে আমার বাবার সাথে পুনরায় মিলিত হলেন। আমি ও আমার পরিবার কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আপনাদের প্রার্থনাকে সম্মান জানাই। ’

 

লন্ডনে ‘সিন্ড্রেলা’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছিলেন অক্ষয় কুমার। মায়ের অসুস্থতার খবর শুনে শুটিংয়ের শিডিউল বাতিল করেন সোমবার (৬ সেপ্টেম্বর) সেখান থেকে সরাসরি মুম্বাই ফিরে তিনি। মায়ের শেষ সময় পাশেই ছিলেন এই অভিনেতা।

 

ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, অক্ষয়ের মা অরুণা ভাটিয়া কয়েকদিন ধরেই অসুস্থ। তবে সোমবার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় তার।

 

অক্ষয় কুমারের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন তার সহকর্মী ও ভক্তরা।