image

আমার খুকি

image

আমার খুকি

 

জাহাঙ্গীর আলম

 

 

পূব আকাশে রবির খেলা

সবাই এসে দেখে,

আমার খুকি নিজের মনে

ছবি আকঁতে শেখে।

পড়া লেখা করতে খুকি

আপন মনে চলে,

হেসে খেলেই আব্বু ডাক যে

আধো গলায় বলে।

সকাল সাঁঝে আবির নামে

ফুলের মতন ফোটে,

নুপুর পরে পায়ে সদাই

কোমল মনে ছোটে।

খুকির হাসি সবার কাছে

লাগে অনেক ভালো

বিদ্যা শিখে দেশের তরে

জ্বালাবে তাই আলো।