image

পুলিশের মাদক নিরাময়কেন্দ্রে বিনামূল্যে টেলিমেডিসিন সেবা চালু

image

বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট পরিচালিত ওয়েসিস মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্রে বিনামূল্যে টেলিমেডিসিন সেবা চালু হয়েছে।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)-এর ঐকান্তিক প্রচেষ্টায় ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে গড়ে তোলা হয়েছে এই মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে। ৬০ শয্যার এই কেন্দ্রে রয়েছে বিশ্বমানের সেবার ব্যবস্থা। তবে খরচ পড়বে তুলনামূলক অর্ধেক।

সংশ্লিষ্ট সূত্র বলেছে, ওয়েসিস মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্রটিতে সপ্তাহের সাতদিন ২৪ ঘণ্টাই বিনামূল্যে টেলিমেডিসিন সেবা পাওয়া যাবে। দায়িত্বরত চিকিৎসক, মনোরোগ বিশেষজ্ঞরা দেবেন এই সেবা। মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শের জন্য ০১৩২০-২২৫৫৫৬-এই নম্বরে যোগাযোগের অনুরোধ করেছে কর্তৃপক্ষ।