image

শেরপুরে আর্সেনিক স্কিনিং কার্যক্রম'র অবহিত করণ সভা অনুষ্ঠিত 

image

পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পে শেরপুরে আর্সেনিক স্কিনিং কার্যক্রম এর অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক ।


অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুক্তাদিরুল আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব এটি এম জিয়াউল ইসলাম, জনস্বাস্থ প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সামিউল হক, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিজ্ঞপিপি এডভোকেট চন্দন কুমার পাল, সদর উপজেলার চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা আসম নুরুল ইসলাম হিরো, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, জামালপুর উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক রফিকুল আলম মোল্লা, ডিরেক্টর (প্রোগরাম) পরিচালক   মুর্শেদ ইকবাল, ডিস্টিক ম্যানেজার লিটন চন্দ্র সরকার প্রমুখ।

অবহিতকরন সভা শেষে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২১ উপলক্ষে একই স্থানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ আতিক বলেন, আমাদের পানি খুবই সুপেয়। এ সুপেয় পানি নষ্ট করছে আর্সেনিক। এ আর্সেনিক দূর করতে আমাদের বাস্তব মুখি ব্যবস্থা নিতে হবে। শুধু বিল উঠানোর জন্য কাজ না করে আমাদের ভবিষ্যতের জন্য ভেবে কাজ করতে হবে।