আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মনে করেন, উগ্র সাম্প্রদায়িকতার মূলোৎপাটন করাই এখনকার চ্যালেঞ্জ।
বুধবার (৩ নভেম্বর) জেলহত্যা দিবসে ঢাকার বনানীতে জাতীয় চার নেতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে তিনি এই মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর পর জাতীয় চার নেতাকে হত্যা করে দেশে সাম্প্রদায়িকতার বীজ ঢুকিয়ে দেওয়া হয়েছিল। উগ্র সাম্প্রদায়িকতার মূলোৎপাটন করাই এখনকার চ্যালেঞ্জ।’
ক্ষমতাসীন দলের এই নেতার পরামর্শ, ‘সব গণতান্ত্রিক, দেশপ্রেমিক ও অসাম্প্রদায়িক শক্তিকে একত্র হয়ে উগ্র সাম্প্রদায়িক অপশক্তির মূলোৎপাটন করতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগর নেতারা।
Developed By Muktodhara Technology Limited