image

প্রকৃতি ভালোবেসে বড় হোক সন্তান

image

 

সম্প্রতি এক প্রতিক্ষায় দেখা গেছে শুধুমাত্র স্মার্ট ফোনের দিকে তাকিয়েই বছরের মোট ৭৫ দিন কেটে যাচ্ছে। বড়রাই নয়, এ অবস্থা থেকে মুক্ত নয় শিশুরাও। অনেকেই মনে করেন স্মার্টফোন ছাড়া জীবন ধারণ সম্ভব নয়। স্কুল বয়সেই শিশু-কিশোরদের হাতে স্মার্টফোন এসে যাচ্ছে। ফলে তারা স্বাভাবিক জীবন যাপন, খেলাধুলা কিংবা বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে সারাক্ষণ মোবাইলে গেইমস, ছবি দেখা, গান শোনা ইত্যাদি কাজে ব্যস্ত হচ্ছে। যার ফলে শিশু-কিশোরদের পড়ালেখা ও সরাসরি বিনোদনে বেঘাত ঘটছে।

 

সম্প্রতি সাংবাদিক মোঃ জসিম উদ্দিন রাজ কয়েকটি স্কুল প্রতিষ্ঠানে বাচ্চাদের নিয়ে আসা গার্ডিয়ানের সাথে আলাপকালে এ তথ্যগুলো উঠে আসে। নাম প্রকাশে অনিচ্ছুক এক গার্ডিয়ান বলেন, সারাক্ষণ মোবাইল ফোন নিয়ে আমার বাচ্চারা ব্যস্ত থাকে। এতেকরে তারা পড়াশোনায় অমনুযোগী। তাই আমি মনে করি বাচ্চাদের প্রতি নজরদারী থাকা উচিত।  ছোট বাচ্চাদের স্মার্টফোন না দিয়ে সরাসরি মাঠে খেলতে দেওয়া, সময় পেলে তাদের নিয়ে ঘুরতে যাওয়া। তাদের সরাসরি প্রকৃতি ভালোবেসে বিনোদন দেওয়া এবং দেশপ্রেম, দেশের সঠিক ইতিহাস শিক্ষা দেওয়া আমাদের সকলের দায়িত্ব।