আল-জাজিরার খবরে বলা হয়েছে দেশটিতে এক মাস ধরে চলা চলমান সহিংসতার মধ্যে সামরিক ও বেসামরিক সরকারের প্রতিনিধিদের সমঝোতার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (২১ নভেম্বর) সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান প্রধানমন্ত্রী পদে হামদককে রাখতে সমঝোতায় পৌঁছান।
বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে দুইপক্ষই রাজনৈতিক সমঝোতায় পৌঁছায়। তবে আনুষ্ঠানিকভাবে রোববার (২১ নভেম্বর) এতে সই করা হয়।
এই সইয়ের মাধ্যমে হামদক ক্ষমতায় ফিরবেন ও একটি স্বাধীন মন্ত্রিসভা গঠন করা হবে। এছাড়া অভ্যুত্থানের পর নিরাপত্তা বাহিনীর হাতে আটক সব রাজনৈতিক বন্দি ও সাংবাদিককে মুক্তি দেওয়ার পথ সহজ হবে।
সুদানে আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে।
২০১৯ সালে প্রেসিডেন্ট ওমর আল-বশিরের সরকারকে ক্ষমতাচ্যুত করে সুদানের সেনাবাহিনী। এরপর থেকে ক্ষমতা ভাগাভাগি করে দেশটিতে শাসন করছিল সামরিক বাহিনী ও বেসামরিক সরকার। গত ২৫ অক্টোবর সুদানের সেনাবাহিনী অভ্যুত্থান করে রাষ্ট্রক্ষমতার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়। জেনারেল বুরহান দেশটির অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারি করেন। সেসময় দেশটির প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকজনকে গৃহবন্দি করে সেনাবাহিনী। পরবর্তীতে চাপে পড়ে প্রধানমন্ত্রী আবদাল্লা হামদককে মুক্তি দেওয়া হয়।
Developed By Muktodhara Technology Limited