image

মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল

image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমোতির দাবিতে দেশ ব্যাপী যুবদলের কর্মসূচীর অংশ হিসাবে মাগুরা জেলা যুবদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

 

বৃহস্পতিবার(২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১১টায় মাগুরা-যশোর সড়কের ভিটাশাইর এলাকা থেকে জেলা যুবদল মিছিল বের করে জেলা মৎস্য অফিসের সামনে সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আমিরুল ইসলাম, সহ-সভাপতি করিমুল হাসান, যুগ্ম সম্পাদক সৈয়দ খায়রুল আলম ইমন, সদর থানা যুবদলের আহবায়ক কুতুব উদ্দিন রানা, পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব শান্তি মুন্সি, যুবদল নেতা সানাউল হক তন্ময় প্রমূখ।
বক্তারা অবিলন্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি আহবান জানান। অন্যথায় সরকার পতন আন্দোলনের হুশিয়ারী দেন  বক্তারা।