চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কাছে হোমল্যান্ড নামের একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে হোমল্যান্ডের রাসায়নিক কারখানায় আগুন লাগে। কয়েক মিনিট পর বিস্ফোরণ হয়। এই রাসায়নিক কারখানায় রয়েছে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ।
এলাকাবাসী জানায় শুক্রবার সকালে ৫.৮ মাত্রা ভূমিকম্পনের ফলে ইলেকক্ট্রিক ওয়ার নরে যায় যার কারণে এ অগ্নিকান্ড ঘটে।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা দৈনিক আলোকিত দেশকে জানান ঘটনার শূত্রপাত ঘটে শর্টসার্কেট এর মাধ্যমে।
তাৎক্ষণিকভাবে স্টেডিয়ামের নিরাপত্তায় নিয়োজিত ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এবং আগ্রাবাদ থেকে ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট ম্যাচ চলছে। স্টেডিয়ামের পাশের কারখানায় আগুনের কারণে ম্যাচের কোনো প্রভাব পড়েনি।
Developed By Muktodhara Technology Limited