image

ফুলপুর থানার পুলিশ কর্মকর্তা  আবদুল্লাহ আল মামুন মহোদয়ের সৃজনশীলতায় বদলে গেছে থানা

image

ফুলপুর থানার পুলিশ কর্মকর্তা  আবদুল্লাহ আল মামুন মহোদয়ের সৃজনশীলতায় বদলে গেছে ময়মনসিংহের ফুলপুর থানা প্রাঙ্গনে দৃষ্টিনন্দন সূর্যমুখী ফুলের বাগান।সৎ চিন্তা আর প্রকৃতির প্রতি ভালবাসা থাকায় ফুলপুর থানার অফিসার ইনচার্জ পুলিশ কর্মকর্তা জনাব আব্দুল্লাহ আল মামুন স্যারের  সৃজনশীলতায় বদলে গেছে ময়মনসিংহের ফুলপুর থানার প্রাঙ্গন বিভিন্ন ফুলের সমারোহ ও সূর্যমুখী ফুলের বাগান সবার মন কে আকুল করে দিয়েছে। 

 

 

 

 

পুলিশের আচরণ যেমন পাল্টেছে,তেমন থানার চিত্রও বদলেছে।আগের তুলনায় থানায় সেবার মানও বেড়েছে।থানার মূল ভবনে রং তুলির আঁচর আর থানা চত্বরে পতিত জমিতে সূর্যমুখী ফুলের বাগানে তৈরি হয়েছে অপরূপ সৌন্দর্য।এই স্থাপনার সৌন্দর্য বৃদ্ধি ও দৃষ্টিনন্দন করতে।নিজস্ব উদ্যোগে থানা চত্বরের গড়ে তুলেছেন সূর্যমুখী ফুলের বাগান আর এসব ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে অনেকে সূর্যমুখী ফুল বাগান চাষে উৎসাহিত হচ্ছেন।এবং সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছেন ফুলপুর থানার পুলিশ কর্মকর্তা জনাব  আবদুল্লাহ আল মামুন মহোদয়।