জহরুল ইসলাম (জীবন), হরিপুর ( ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের পীরহাট গ্রামে কয়েকশত বছরের ঐতিহ্যবাহী শীতল শরী/শত শরী/ পাখির পীরহাট পুকুরে হাজারো অতিথি পাখির সমাগম লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয় সুত্রে জানা যায় যে, পুকুরটিতে বেশ কয়েকদিন আগে থেকে পাখিগুলো পুকুরের আশেপাশের গাছে গাছে ঘুরাঘুরি করছে কিন্তুু পুকুরে নামেনি গতকাল বুধবার থেকে পাখিগুলো পুকুরে ঝাঁকে ঝাঁকে নামতে দেখাগেছে। পুকুর পাড়ের গুচ্ছগ্রাম বাসিন্দা মো:রাইসুদ্দিন ও মো: আলম বলেন পুকুরে বিভিন্ন রকম পাখির আনাগোনা দেখা যাচ্ছে। তারা আরও বলেন যে এই পাখিগুলো আসাতে খুব সুন্দর লাগছে আমাদের পরিবেশ পাখিগুলো এখানে থাকলে পরিবেশটা হয়ত আরো সুন্দর লাগবে ।
স্থানীয় সবাই এই পাখি গুলোকে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করে দেশের পুরাতন ঐতিহ্য ফিরিয়ে আনতে স্থানীয় ও রাষ্ট্রীয় সকল স্তরের জনগনের সহযোগীতা কামনা করেছেন।
Developed By Muktodhara Technology Limited