শিরোনাম
মোঃ সবুজ মিয়া বগুড়া প্রতিনিধিঃ | ১৮:২৫, নভেম্বর ১২, ২০২০ | 424
মোঃ সবুজ মিয়া বগুড়া প্রতিনিধিঃ
ধর্ষণ ফ্যাক্ট:
মানব সভ্যতার ইতিহাস কি শুধুই শ্রেণীসংগ্রামের? শ্রেণীসংগ্রামের গ্লানি যেমন এখনো সমাজ টানছে তেমনি সংকীর্ণতা ও মানবতাবোধের সংগ্রামও প্রতিনিয়ত সমাজকে ভাবাচ্ছে। সভ্যতার এই স্বর্ণযুগে এসে মানুষ সংকীর্ণতা থেকে কতটুকু বেড়িয়ে এসেছে? আমাদের মন,সমাজ, জাতি,আইন, আদালত এই সংকীর্ণতার লালনকারী হয়ে তত দিন পর্যন্ত থাকবে যতদিন নতুন নতুন ধর্ষণ সমাজ দেখবে।ঘুমন্ত মানবতাবোধ, আইন দিয়ে কি সমাজ শুধু ধর্ষকদের সংখ্যা বাড়াতেই থাকবে?
কারা এই ধর্ষক শ্রেনী???
বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী? কোটিপতি বাপের মার্সিটিজ কারে বসা ছেলে নাকি রাস্তার পাশে জন্ম নেয়া বখাটে, কারা??????
কিছুদিন আগে আমার এক বন্ধুর সাথে অন্যান্য বিষয়ে কথা বলতে বলতে নারীদের সম্পর্কে তার ধারণা জানতে চাইলে অন্যরকম এক অভিজ্ঞতা হয়।তার মতে নারীরা হচ্ছে স্বর্ণের মত,স্বর্ণ যেমন ব্যবহারের পর লুকিয়ে রাখতে হয় তেমনি মেয়েদেরও ঘরে রাখতে হয়। সেদিন আমি শুধু থাকে একথায় বলেছিলাম মেয়েরা কোন পণ্য নয়।এই হচ্ছে বিশ্ববিদ্যালয় পাশ করা কিছু ছাত্রের নারী জাতি নিয়ে ভাবনা।
বিশ্ববিদ্যালয়গুলো উচ্চতর ডিগ্রি দেয়ার আগে তার সন্তানদের নৈতিকতা ও মানবতাবোধের শিক্ষা দেয়া কি উচিত নয়? যে সমাজ সত্য স্বীকার করতে এত নাজুক সেখানে নামধারী ডিগ্রির কি দরকার? পৃথিবী যখন অনন্য গতিতে এগিয়ে যাচ্ছে সেখানে কেন পরিপূরক একটা শ্রেণীকে পণ্য ভাবা হবে?মানসিকতার এই বিপর্যয়ের দায়বার কে নিবে?কারণটা কিন্তু এখানেই !
সুষ্ঠ বিচার দাবী করাটা আমাদের সমাজে আজ ধৈর্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।বিচার কার্যের দীর্ঘসূত্রিতায় এসব বিষয়কে আরো বেশি লালনে সাহায্য করছে বলে মনে হয়। আমাদের সবই আছে, এইসব নিয়ে কথা বলার কেউ নাই। বিচারকার্যকে প্রভাবিত করা অভিজাত শ্রেণীকে সামাল কে দিবে?
আমরা ব্যানার নিয়ে, শ্লোগান দিয়ে কয়েকদিন আন্দোলন করব তারপর তনুর মত সব ধর্ষিতার ইতিহাস সময়ের ভিতর লুকিয়ে যাবে আর ধর্ষকেরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে। তাদেরই বা দোষ কোথায়, প্রতিবাদহীন সমাজই তো তাদের এই অধিকার দিয়েছে। আমরা সাধারণ মানুষ সবই দেখি--- হায় হুতাশ করি, সিস্টেমকে গালি দেয় আর জোর গলায় বলি তাতে আমার কি???এই "আমার কি "নামক বাক্যটি যতদিন সমাজে থাকবে ততদিন সমাজে নতুন ধর্ষণকাহিনী সৃষ্টি হবেই।
ধর্ষণ আজ আমাদের সমাজে একটা মহাসংকটের নাম।এই সংকট থেকে উত্তরণের জন্য মেয়েদের মানসিকতার পরিবর্তন সহ নারীদেরকেই এগিয়ে আসতে হবে। সমাজটা কোন নারী বা পুরুষের না,দুর্বল বা সবলের না।এটা আমরা বাঙালী জাতির।।
একবিংশ শতাব্দীতে এসে ধর্ষকেরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে, হোক সে ফুটপাতের ছেলে কিংবা বড় রাজনীতিবিদ বাপের ছেলে। তাদের ঘুরে বেড়াতে দেয়া যাবে না।এই ধর্ষন সংকট থেকে বেড়িয়ে আসতে আমাদের সঙ্ঘবদ্ধ প্রয়াস দরকার। দরকার বজ্রকন্ঠের স্লোগান।
ধর্ষনমুক্ত গড়তে সমাজ হবে বিপ্লবী সাজ।
সাখাওয়াত হোসাইন (ব্যাংক কর্মকর্তা)
Developed By Muktodhara Technology Limited