শিরোনাম
বিল্লাল মাহমুদ মানিক | ১১:০৮, জুন ৯, ২০২১ | 489
গ্রীষ্মের ফল
বিল্লাল মাহমুদ মানিক
গাছে গাছে কাঁচাপাকা রসালো কাঁঠাল,
থোকা থোকা ঝুলে আছে কত শত তাল।
চারিদিকে রসময় ফলরাজা আম,
কী দারুণ টসটসে কালো কালো জাম।
সবুজাভ তরমুজে মাতোয়ারা দেশ,
আনারস, ফুটি খেয়ে বলে লোকে- বেশ।
সুস্বাদু জামরুলে ভরে আছে গাছ,
টকমিঠা লটকনে সুখ পাবে আঁচ।
দেখলে তা মনে চায় হলুদ খেজুর,
বারোমাসি পেঁপে, কলা গ্রীষ্মে মধুর।
যত খাবে তত মজা দেবে প্রিয় লিচু,
গ্রীষ্মের ফলগুলো ঘুরে মুখপিছু।
পুষ্টিতে ভরপুর, স্বাদে মারহাবা,
ফলাহারে তরতাজা স্বাস্থ্যও পাবা।
Developed By Muktodhara Technology Limited