Advertisement

তিউনিসিয়া সাগর থেকে অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিসহ ১৭৮ জন উদ্ধার

ডেস্ক    |    ২২:২৮, জুন ২৮, ২০২১   |    30
তিউনিসিয়া সাগর থেকে অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিসহ ১৭৮ জন উদ্ধার

 

দুইদিনের ব্যবধানে ভূমধ্যসাগর থেকে ফের অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশি উদ্ধার করা হয়েছে। এর আগে গত শুক্রবার (২৫ জুন) ভূমধ্যসাগর থেকে ২৬৪ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছিল। তবে রোববার উদ্ধার হওয়া ১৭৮ জনের মধ্যে কতজন বাংলাদেশি তা জানাতে পারেনি কর্তৃপক্ষ। খবর এবিসি নিউজের।

 

 

 

তিউনিসিয়ার নৌবাহিনী জানিয়েছে, ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ১৭৮ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। তিউনিসিয়া উপকূল থেকে রোববার তাদের উদ্ধার করা হয়। এসময় দুইজনের মরদেহও উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি বলে জানা গেছে।

 

 

 

অভিবাসনপ্রত্যাশী ব্যক্তিরা অবৈধভাবে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের যাওয়ার চেষ্টা করছিল। উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইরিত্রিয়া, মিশর, মালি ও আইভরি কোস্টের নাগরিকও রয়েছে। অভিবাসনপ্রত্যাশীরা নৌকায় করে ইউরোপে যাচ্ছিল বলে জানিয়েছেন তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ যেকরি।

 

 

 

তিনি বলেন, পথিমধ্যে তাদের নৌকা ভেঙ্গে যায় এবং সেটি ডুবে যেতে থাকে। পরে সংকেত পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তিউনিসিয়া নৌবাহিনীর সদস্যরা এবং ওই ব্যক্তিদের উদ্ধার করে। গত শুক্রবার ২৬৪ বাংলাদেশিসহ ২৬৭ অভিবাসনপ্রত্যাশীকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করেছিল তিউনিসিয়া কোস্টগার্ড।

 

 

 

উল্লেখ্য, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, চলতি বছরের প্রথম চার মাসে ১১ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইউরোপের পথে যাত্রা করেছে। তারা বলছে, এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় শতকরা ৭০ শতাংশ বেশি।Advertisement

রিলেটেড নিউজ

ঘোষণা হলো নাভালনির সংগঠনকে ‘উগ্রপন্থি’

১০:৩৭, জুন ১০, ২০২১

ঘোষণা হলো নাভালনির সংগঠনকে ‘উগ্রপন্থি’


প্রয়াত চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত আর নেই

১০:২২, জুন ১০, ২০২১

প্রয়াত চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত আর নেই


ইতালির ভেনিসে  বাংলাদেশী মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন

১০:১৪, জুন ৯, ২০২১

ইতালির ভেনিসে  বাংলাদেশী মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন


মোদির ঢাকা সফর

২২:২৬, জানুয়ারী ২৯, ২০২১

মোদির ঢাকা সফর


Advertisement
Advertisement

আরও পড়ুন

ভারী বর্ষণ হতে পারে  ৩ নম্বর সংকেত

১৮:৪৬, জুলাই ২৩, ২০২১

ভারী বর্ষণ হতে পারে ৩ নম্বর সংকেত


 কুড়িগ্রামে প্রাচীন গো-মূর্তি উদ্ধার

১৮:৩২, জুলাই ১১, ২০২১

কুড়িগ্রামে প্রাচীন গো-মূর্তি উদ্ধার


 বিপন্ন মানবতার পাশে আছে ও থাকবে

১৮:২৭, জুলাই ১১, ২০২১

বিপন্ন মানবতার পাশে আছে ও থাকবে


কুড়িগ্রামে প্রাচিন গো-মূর্তি উদ্ধার বিষয়ে-পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

১৮:২২, জুলাই ১১, ২০২১

কুড়িগ্রামে প্রাচিন গো-মূর্তি উদ্ধার বিষয়ে-পুলিশ সুপারের সংবাদ সম্মেলন