Severity: Warning
Message: fopen(/var/cpanel/php/sessions/ea-php74/ci_session1c391afc9e88fc22b7bba6411a7c00972cdbb08e): Failed to open stream: Disk quota exceeded
Filename: drivers/Session_files_driver.php
Line Number: 172
Backtrace:
File: /home/dainikalokitodes/public_html/index.php
Line: 315
Function: require_once
Severity: Warning
Message: session_start(): Failed to read session data: user (path: /var/cpanel/php/sessions/ea-php74)
Filename: Session/Session.php
Line Number: 143
Backtrace:
File: /home/dainikalokitodes/public_html/index.php
Line: 315
Function: require_once
শিরোনাম
স্টাফ রিপোর্টারঃ | ১১:১৩, সেপ্টেম্বর ২১, ২০২১ | 238
স্টাফ রিপোর্টারঃ
মানুষ বুক ভরে শ্বাস নিতে, একটু প্রশান্তি পেতে সিআরবিতে ছুটে আসে
আমরা আশাবাদী বঙ্গবন্ধু কন্যা সিআরবিতে হাসপাতাল করতে দিবেন না |এমন মন্তব্য করে নাগরিক সমাজের সমাবেশে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, অপরিকল্পিত উন্নয়নের কারণে আমরা অনেক ঐতিহ্য হারিয়েছি। প্রাচ্যের রানি চট্টগ্রাম নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর ছিল একসময় ছিল উন্মুক্ত জায়গা, খেলার মাঠ।
সব হারিয়ে শুধু একটি মাত্র উন্মুক্ত স্থান আছে সিআরবি। যেখানে মানুষ প্রাণভরে শ্বাস নিতে পারে। আমরা এটাকে হারাতে চাই না। এখানে বর্ষ বরণ, বসন্ত উৎসব, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তীসহ বছরব্যাপী নানা সাংস্কৃতিক উৎসব হয়। চট্টগ্রামের এই হৃৎপিন্ড ধ্বংস হতে দিতে পারি না। সিআরবি এলাকাকে কালচারাল হেরিটেজ হিসেবে ঘোষিত। এটি মহামান্য রাষ্ট্রপতির স্বাক্ষরিত গেজটভুক্ত।
গতকাল সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সিআরবি রক্ষায় আন্দোলনকারী সংগঠন নাগরিক সমাজ, চট্টগ্রামের সমাবেশে একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন এসব কথা বলেন। নাগরিক সমাজ, চট্টগ্রামের চেয়ারম্যান ড. সেন আরো বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতিধন্য এই সিআরবি। ১৯৭১ এ স্বাধীনতা যুদ্ধে বহু মানুষ শহীদ হয়েছেন এখানে। সিআরবি’র সাংস্কৃতিক ঐতিহ্য পরিবর্তন করে সাংবিধানিক আইন লংঘন করা যাবে না।
সমাবেশে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাগরিক সমাজ চট্টগ্রামে সদস্য সচিব ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুস, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজুর রহমান, ১৪ দলীয় জোট নেতা জসিম উদদীন বাবুল বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. ইদ্রিস আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কবি হোসাইন কবির,সাবেক ছাত্রনেতা শাহাজাহান চৌধুরী, জাসদ নেতা বেলায়েত হোসেন, রাশেদ হাসান,আওয়ামী লীগ নেতা হাসান মনসুর,শিল্পী আলাউদ্দিন তাহের, শিল্পকলা একাডেমির যুগ্ন সম্পাদক হাসান জাহাঙ্গীর, মঈন উদ্দিন কোহেল, লায়ন এ কে জাহেদ চৌধুরী, প্রণব চৌধুরী, মোরশেদ আলম, মুশতাক আহমেদ, অ্যাডভোকেট রাশেদ চৌধুরী,অ্যাডভোকেট এ ডি এম আরুছুর রহমান, শিবু প্রশাদ চৌধুরী, ডাঃ আর কে দাশ রুবেল,লেখক দিলরুবা খানম,বশির উল্লাহ লিটন, আরফাতুল মান্নান ঝিনুক, নারী নেত্রী ফারহানা আফরোজ জেনিফার, মিনু মিত্র ,কামরুল হুদা পাভেল, মোঃ শাকিব, আনোয়ার হোসেন পলাশ, মায়মুন উদ্দিন মামুন, সাজ্জাদ হোসেন জাফর, সৌরভ দাশ শুভ্র, এম ইউ সোহেল, তানভীর হোসেন মাসুদ, আনিস, শাহাদাৎ হোসেন, জায়দিদ মাহমুদ, মোহাম্মদ সাকিব, মুস্তাফিজ মাহিন প্রমুখ। সঞ্চালনায় মহানগর কৃষক লীগ নেতা হুমায়ুন কবির মাসুদ।
Developed By Muktodhara Technology Limited