শিরোনাম
উপ সম্পাদকীয় | ১৭:২৮, অক্টোবর ২৫, ২০২১ | 229
নাম কে এম রুবেল। চট্টগ্রাম শহরে বেড়ে ওঠা।পেশা হিসেবে বেছে নিয়েছেন সাংবাদিকতা। জীবনের অনেকটা সময় ব্যয় করেছেন সাংবাদিকতা করেই।
শুধু এতটুকুতেই শেষ নয়, রাত কিংবা দিন, সকাল কিংবা দুপুর নিজের পেশাদারীত্ব ব্যস্ততার পাশাপাশি প্রতিটি সময় ও ক্ষণ ব্যয় করেন সাংবাদিকদের সুখ দুঃখের সাথী হয়ে। পাশাপাশি একনিষ্ঠতার সাথে নিজেকে সর্বদা পেশ করে চলছেন সামাজিক ও মানবসেবায়। দলমত ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণেই তিনি নিজেকে উৎসর্গ করেন কোন স্বার্থ ছাড়া। নিজের পকেটের অর্থ ব্যয় করে লাগব করেন অন্যের বিপদ।
কেএম রুবেল পেশায় সাংবাদিক হওয়ার দরুন, সর্বমহলর সাংবাদিকের ন্যায্য দাবিদাবা আদায় ও সাংবাদিক নির্যাতন প্রতিবাদে তাকে দেখা যায় শোচ্চার ভূমিকায় সামনের কাতারে। সাংবাদিকদের বিরোদ্ধে যে কোন মিথ্যা ও হয়রানি মূলক মামলা মোকাবেলায় পাশে এসে সহায়তার হাত বাড়িয়ে দেন অনায়াসে।
কেএম রুবেলকে বলা যায় তিনি একজন সফল সাংবাদিক নেতা। বিএমএসএফ’র চট্টগ্রামের জেলা কমিটির সভাপতি এবং চট্টগ্রাম সাংবাদিক কল্যাণ সোসাইটির সভাপতি হিসেবে তার ব্যাপক ভূমিকা নজর কেড়েছে সর্ব মহলের। বিশেষ করে সাংবাদিক নেতা হিসাবে করোনাকালিন সময়ে তার ও তার সহযোগীদের ভূমিকা সবার নিকট দৃষ্টান্ত সরুপ। যা কখনো ভুলে যাওয়ার মত নয়।
এছাড়া নারী ও শিশুর অধিকার নিয়েও থেমে নেই তিনি। সমাজের নিপীড়িত ও নির্যাতিত নারীদের পাশে তাঁকে দেখা যায় বাঘের গর্জনের মত। নারীর উন্নয়নে ও অগ্রগতির জন্য সবসময় কাজ করে যাচ্ছেন তিনি।
মাদকের বিরুদ্ধে এক অন্যরকম আতংকের নাম হচ্ছে সাংবাদিক কেএম রুবেল। সমাজের মাদক ও সন্ত্রাস দূরীকরণে বন্দুকের মত চলেছে তাঁর কলম।
শত হুমকি-দুমকির পরও মাদক বিরুধী আন্দোলনে তাকে কখনোই পিছু হটতে দেখা যায়না।
তবে আঁধার রাতের একদল পেঁচা দিনের উজ্জ্বল কেএম রুবেলকে সহ্য করেনা মোটেও। তারা একাধিক প্রতিবন্ধকতা সৃষ্টি করে কেএম রুবেলকে নিভিয়ে দিতে চেয়েছে বার বার। প্রতিহিংসার ব্যর্থ তীর ছুড়েছে পেছন থেকে।
সে যাক্ গে, কোন হিংসাকারির হিংসাত্মক ভূমিকাকে কোনরকম পরোয়া না করে এক মাত্র মহান আল্লাহর সাহায্য নিয়ে কিছু পরিক্ষিত শুভাকাঙ্ক্ষীকে সাথে নিয়ে এখনো সাহসীকতার বীরদর্পে এগিয়ে চলছেন তিনি।
তাঁর এ মানব সেবা ও সংগঠন প্রীতি বেঁচে থাকুক আজীবন। তাঁর অক্লান্ত পরিশ্রম, মেধা ও ভালোবাসা জায়গা করেনিক সকল মানুষের মাঝে। তাঁর এ ধৈর্য্য ও চেষ্টা তাঁকে নিয়ে যাক বিন্দু থেকে বৃত্তে।
Developed By Muktodhara Technology Limited