শিরোনাম
রফিকুল নাজিম | ১৬:১৩, ডিসেম্বর ১৯, ২০২১ | 259
খাঁচার পাখি
রফিকুল নাজিম
চারিদিকে ইটের দেয়াল
আকাশ ছুঁতে চায়,
শিশুগুলো খাঁচার পাখি
শিকল পরা পায়।
লোহার গ্রিলে বন্দী শিশু
বদ্ধ কারাগার,
বন্দীদশায় শৈশব কাটে
একলা একা তার।
বৃক্ষলতা পাখির কূজন
পরীবিলের রূপ
দেখেনি সে পাহাড় নদী
দেয়নি জলে ডুব।
সবাই আছে তবুও যেন
নাই তার আপন কেউ,
একলা একা বাড়ছে শিশু
বুকে ব্যথার ঢেউ।
Developed By Muktodhara Technology Limited