শিরোনাম
অনলাইন ডেস্ক | ১৩:০৮, ফেব্রুয়ারী ১২, ২০২২ | 180
আমরা অনেকেই সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি শুধু মাত্র যোগাযোগের মাধ্যম হিসাবে। কিন্তু আপনি হয়তো ধারনাও করতে পারবেন না যে কত মানুষ শুধু তাদের সোশ্যাল মিডিয়া থেকে আয় করছেন শত শত ডলার।
আপনি যদি অনলাইনে আয় করতে চান তাহলে কম পরিশ্রমে বেশি আয় করার সুযোগ আছে সোশ্যাল মিডিয়াতে। তাই ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এ ক্যারিয়ার গড়তে মাধ্যম হিসাবে আপনিও বেছে নিতে পারেন ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম, লিঙ্কডিন, পিন্টারেস্ট বা গুগল প্লাস।
অনেকে বলে থাকেন যে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম শুধুমাত্র মানুষের সাথে যোগাযোগ স্থাপনের জন্য, কেনা বেচা করার জায়গা এটা নয়।তবে কিছু ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি যে সকল মানুষের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন, তাদের কে আপনার উদ্দেশ্য সাধনের একটি সুন্দর উপায় হিসাবে দেখতে পারেন। আপনি যদি আপনার বন্ধু বা ফলোয়ারদের সাথে যথেষ্ট বিশ্বাস গড়ে তুলতে পারেন তবে তারাআপনার শেয়ার করা লিংকগুলি ঘুরে দেখবে এবং আপনি যে প্রোডাক্ট তাদের কে কিনতে উৎসাহিত করবেন তা কিনতে তারা আগ্রহী হবে।
আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করুন না কেন, আপনি চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। এছাড়াও আমাজন এফিলিয়েট মার্কেটিং করতে পারেন। আমাজন পৃথিবীর সবথেকে বড় ই- কমার্স সাইট যারা তাদের এফিলিয়েট অ্যাসোসিয়েট প্রতি বিক্রয়ের উপর নির্দিষ্ট কমিশন দিয়ে থাকে। আর আমাজন পণ্যের কোন ঘাটতি নেই। আপনি যে কোন পছন্দের প্রোডাক্ট প্রমোট করতে পারেন।
আপনি যদি ব্যক্তিগতভাবে কোন পণ্য ব্যবহার করেন এবং সেটা পছন্দ করে থাকেন আর যদি মনে করেন আপনার সোশ্যাল মিডিয়ার অনুসারীরা এটি থেকে উপকৃত হবে, তাহলে সেই প্রোডাক্ট টি নিয়ে আপনার ব্লগে একটি দীর্ঘ রিভিউ লিখুন।
উক্ত প্রোডাক্টের কি কি আপনার পছন্দ হয়েছে আর কি পছন্দ হয়নি এগুলো বিস্তারিত লিখুন। আপনি চাইলে এর সাথে ভিডিও যোগ করতে পারেন। পরবর্তীতে, টুইটারে বা ফেসবুকে সেই লিঙ্ক শেয়ার করে টুইটার থেকে আয় বা ফেসবুক থেকে আয় করতে পারেন।
এছাড়াও এটি যে আপনার এফিলিয়েট লিংক এটা প্রকাশ করতে ভুলবেন না। কারণ এর জন্য পাঠক বা দর্শক আপনার সততার প্রশংসা করবে।
যদি আপনার নিজস্ব কোন ব্লগ সাইট থাকে এবং কোন নির্দিষ্ট বিষয়ের উপর আপনি এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে উক্ত বিষয়ের উপর পিডিএফ, বই, অডিও সিডি, বা ভিডিও টিউটোরিয়াল তৈরি করুন।এরপর আপনি উক্ত কনটেন্ট গুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। আপনার নিজস্ব কনটেন্ট এর মাধ্যমে সোশ্যাল মিডিয়া থেকে আয় করতে পারবেন।
Gumroad, Sellfy and Amazon’s KDP এর মত প্ল্যাটফর্মগুলির মাধ্যমে আপনার পিডিএফ, এমপি 3 বা ভিডিও ফাইল প্রকাশ এবং বিক্রি করতে পারবেন।তবে জেকোন ডিজিটাল কনটেন্ট এর ক্ষেত্রে মাথায় রাখতে হবে তার কোয়ালিটি যদি ভাল হয়, ইনফমেটিভ হয় এবং ডিজাইন ভাল হয় তাহলে মানুষ এটা কিনবেই।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আয় করার আরও একটি ভাল উপায় হল অন্য কোন প্রতিষ্ঠানের পন্য বা সেবা আপনার ফেসবুক গ্রুপে বা পেজে, টুইটারে বা ইন্সটাগ্রামে প্রচার করুন। এবং উক্ত প্রতিষ্ঠান থেকে সরাসরি পেমেন্ট নেয়া।তবে এখেত্রে আপনার ফেসবুক পেজে বা টুইটারে যত বেশি ফলোয়ার থাকবে ততো বেশি আয় করতে পারবেন।তবে অনলাইন ইনকামের জন্য আপনি যদি বেশি বেশি পণ্যের অ্যাড প্রচার করতে থাকেন তাহলে মানুষ বিরক্ত হয়ে আপনার পেজ ছেড়ে চলে যেতে পারে। তাই এই দিকেও খেয়াল রাখতে হবে।
এজন্য এটা খুব গুরুত্ব পূর্ণ যে আপার পোস্ট গুলো সামঞ্জস্যপূর্ণ হতে হবে। সব পোস্টে কল টু একশন এর প্রয়োজন নাই। মানুষের উপকারি বা দরকারি পোস্টের মাঝে মাঝে অ্যাড বা অ্যাফিলিয়েট লিঙ্কগুলো শেয়ার করুন।
আপনি যদি হস্তশিল্পে পারদর্শী হন বা কারুশিল্প এমনকি পোশাক এবং বুনন নিয়ে কাজ করেন তাহলে আপনার উৎপাদিত এই সকল পন্যের সামাজিক মাধ্যমে প্রদর্শন করে বিক্রি করতে পারেন।এক্ষেত্রে Instagram এবং Pinterest পোস্ট করে শেয়ার করে ইন্সটাগ্রাম থেকে আয় বা পিন্টারেস্ট থেকে আয় করতে পারেন তাছাড়া ফেসবুক, টুইটার এবং Google+ এর মাধ্যমেও মানুষের কাছে প্রচার করে আয় করতে পারেন।
শিক্ষণীয় বিষয় বা পরামর্শ সেবা প্রচার করার জন্য সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম একটি আদর্শজনক জায়গা। আপনি যদি গিটার এর শিক্ষক হন বা যে কোন বিষয়ের কন্সাল্টান্ট বা যে বিষয়ে আপনি দক্ষ, আপনি আপনার টার্গেট গ্রাহকের সাথে সংযোগ করে আপনার সেবা প্রচার করে আয় করতে পারেন।এছাড়া আপনি যে বিষয়ে দক্ষ সে বিষয়ে অনলাইন টিউটর হিসাবে আপনার ক্যারিয়ার গড়তে পারেন।
Developed By Muktodhara Technology Limited