শিরোনাম
বিল্লাল মাহমুদ মানিক | ১৫:২৫, ফেব্রুয়ারী ১২, ২০২২ | 109
একুশের সকাল
ফেব্রুয়ারির একুশ তারিখ
সকালবেলা উঠে
বীর বাঙালি পুষ্প হাতে
শহীদমিনার ছুটে।
নগ্নপায়ে প্রভাতফেরি
গায় সকলে মিলে
দেশের প্রতি ভালোবাসা
উতলে উঠে দিলে।
ভাষাশহীদ স্মরণ করে
সুর বাজে বিউগলে
শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া
ফোটে দলে দলে।
মায়ের চোখে পুত্রশোকে
অশ্রুকণা ঝরে
বায়ান্নর-এর ফেব্রুয়ারি
ভীষণ মনে পড়ে।
Developed By Muktodhara Technology Limited