image
image
image
image
image
image

আজ, শনিবার, ৩ জুন ২০২৩ ইং

রবিবার ১৩ ফেব্রুয়ারি ২০২২ আপনার আজকের দিন

নিউজ ডেক্স    |    ১১:১৩, ফেব্রুয়ারী ১৩, ২০২২   |    179




মেষ(২১ মার্চ - ২০ এপ্রিল)

সব কাজে সুনাম পেতে পারেন। আজ ব্যবসায় সহকর্মীর দ্বারা উপকৃত হবেন। বাসস্থান কেনাবেচার পরিকল্পনা নিয়ে আলোচনা। স্বামী-স্ত্রীর মধ্যে কোনও কারণে অশান্তি বাধতে পারে। ছোটখাটো আঘাত লাগার আশঙ্কা আছে। আজ ব্যবসায় প্রচুর লাভের আশা করা যায়। আজ আয়ের সঙ্গে ব্যয় সমান থাকবে। কোনও ভাল কাজে সুনাম প্রাপ্তি হতে পারে। অযথা তর্কে যাবেন না, সমস্যা হতে পারে

  • শুভ রংলাল

  • শুভ রত্নলাল প্রবাল

 

বৃষ(২১ এপ্রিল - ২১ মে)

আজ সারা দিন কোনও ঝুঁকির কাজ না করাই ভাল। নিজের বুদ্ধিতে শত্রুর মোকাবিলা করে সুনাম পাবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। দিনের শেষ ভাগে সম্মান প্রাপ্তি যোগ রয়েছে। কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ দেখা দেবে। নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পাবেন। পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। সন্তানের চঞ্চলতা নিয়ে চিন্তা বাড়বে।

  • শুভ রংসাদা 

  • শুভ রত্নসাদা প্রবাল

মিথুন(২২ মে – ২১ জুন)

প্রিয় জনের সঙ্গে বিবাদ বাধতে পারে। আজ যতটা সম্ভব ঈশ্বরের নাম করবার চেষ্টা করুন। অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত ডেকে আনতে পারে। অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে। দাম্পত্য জীবনে শান্তি থাকবে। স্বাস্থ্যের উন্নতির জন্য চিকিৎসকের সঙ্গে আলোচনা। কেনাবেচা করার জন্য দিনটি শুভ। বড়দের কথা না মেনে চললে বিপদে পড়তে পারেন

  • শুভ রংসবুজ 

  • শুভ রত্নপান্না

 

কর্কট(২২ জুন – ২২ জুলাই)

আজ শত্রুভয় কাটাতে পারবেন। ব্যবসায় ফল ভাল খারাপ মিশিয়ে থাকবে। অতিরিক্ত পরিশ্রমে মন ভাল থাকবে না। সন্তানদের চাকরির খবর পেতে পারেন। উকিলদের জন্য সামনে শুভ সময় আসছে। আজ খুব কাছের কারও জন্য ছোটখাটো ক্ষতির আশঙ্কা আছে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে। আইনি কাজে সাফল্য পাওয়ায় আনন্দ।

  • শুভ রংসাদা 

  • শুভ রত্নমুনস্টোন

সিংহ (২৩ জুলাই - ২৩ আগস্ট)

আজ সকাল থেকে কাজের প্রচণ্ড চাপ থাকবে। আজ কাজের জায়গায় খুব সতর্ক থাকুন, বুদ্ধিভ্রম ঘটতে পারে। বন্ধুর সঙ্গে আজ কোনও কারণে মতান্তর ঘটতে পারে। ধর্ম আলোচনায় আজ আপনি অনেক দূর পর্যন্ত যাবেন। আজ কোনও কারণে বাড়তি উপার্জন হওয়ায় আনন্দ পাবেন। শৌখিনতার জন্য অতিরিক্ত খরচ হতে পারে। শরীরে অল্প বিস্তর সমস্যা থাকতে পারে।

  • শুভ রংকমলা

  • শুভ রত্নরুবি স্টার

 

কন্যা(২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

আজ কোনও উটকো অশান্তি হতে পারে। কোনও কারণে আজ আপনার মানহানি হওয়ার আশঙ্কা আছে। আপনার বক্তব্যে সকলের মন জয় করতে সক্ষম হবেন। ভাই-বোনের সম্পর্কের মধ্যে দূরত্ব আসতে পারে। সঙ্গীতশিল্পীদের জন্য শুভ সময়। চাকরিতে বদলি হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায় জট থাকলে সেটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ক্রোধ সংযত করা প্রয়োজন। হঠাৎ কোনও পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সন্তানের জন্য খরচ বাড়তে পারে।

  • শুভ রংসবুজ

  • শুভ রত্নপান্না

তুলা(২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

আজ কোনও প্রতিযোগিতায় ব্যর্থ হওয়ায় কষ্ট পাবেন। বেড়াতে গিয়ে কিছু নষ্ট হওয়ায় সমস্যায় পড়তে পারেন। ভাই-বোনদের সঙ্গে বিবাদ বা বিচ্ছেদ হতে পারে। শত্রুর সঙ্গে চুক্তিতে কাজ সমাধান হবে। আজ যে কোনও নতুন ব্যবসার জন্য চেষ্টা করতে পারেন। আজ সারা দিন বেশ উৎফুল্লতায় কাটবে। সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ নয়। আজ বাড়ির লোক আপনাকে বুঝতে দেরি করবে।

  • শুভ রংসাদা 

  • শুভ রত্নহিরে

 

বৃশ্চিক(২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

আজ কোনও প্রতিযোগিতায় ব্যর্থ হওয়ায় কষ্ট পাবেন। বেড়াতে গিয়ে কিছু নষ্ট হওয়ায় সমস্যায় পড়তে পারেন। ভাই-বোনদের সঙ্গে বিবাদ বা বিচ্ছেদ হতে পারে। শত্রুর সঙ্গে চুক্তিতে কাজ সমাধান হবে। আজ যে কোনও নতুন ব্যবসার জন্য চেষ্টা করতে পারেন। আজ সারা দিন বেশ উৎফুল্লতায় কাটবে। সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ নয়। আজ বাড়ির লোক আপনাকে বুঝতে দেরি করবে।

  • শুভ রংকালচে লাল 

  • শুভ রত্নপ্রবাল

 

 

 

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ হবে। গুরুদেবের সদুপদেশে সংসারে শ্রীবৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে নিজের দোষে খারাপ পরিস্থিতির শিকার হবেন। পরোপকারে সংসারে শান্তি ভঙ্গ হবে। সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ পাবেন। সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ হবো। বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। উচ্চপদস্ত চাকরির যোগ দেখা যাচ্ছে। বাড়িতে শুভ বা মাঙ্গলিক কাজের জন্য খরচ হবে। পায়ের নীচে আঘাত পেতে পারেন।

  • শুভ রংহলুদ 

  • শুভ রত্নপোখরাজ

 

 

 

মকর(২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

বাড়িতে কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায় দারুণ অর্থ প্রাপ্তি যোগ আছে। নিজের ভুল সংশোধন করার ফলে কর্মে ভাল সুযোগ পাবেন। গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে। জলপথে ভ্রমণ না করাই ভাল হবে। বিশেষ উচ্চ কোনও কাজ করায় সমাজে মর্যাদা লাভ হতে পারে। লটারিতে হঠাৎ প্রাপ্তি যোগ আছে। চিকিৎসা সংক্রান্ত কাজে সারা দিন অস্থিরতা থাকবে।

  • শুভ রংনীল 

  • শুভ রত্নইন্দ্রনীলা

কুম্ভ(২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

কর্মস্থানে কাজের চাপ নিয়ে চিন্তা। স্ত্রীর দ্বারা ব্যবসায় শুভ কিছু হতে পারে। তৃতীয় ব্যক্তির জন্য সংসারের থেকে দূরত্ব বাড়বে। প্রতিবেশীর সঙ্গে শত্রুতার আশঙ্কা। ভাল কাজের পরিপ্রেক্ষিতে বদনাম হবে। নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন, উন্নতির যোগ রয়েছে। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতা আসবে। কোনও ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন। বুদ্ধি বলে জয় লাভ। বাবার সঙ্গে অর্থ নিয়ে তর্ক। কানের সমস্যা বাড়তে পারে।

  • শুভ রংকালচে নীল

  • শুভ রত্ননীলা

 

মীন(১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

আজ সহকর্মীরা নিজের ক্ষোভ প্রকাশ করায় বিবাদের আশঙ্কা। প্রেমে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে। স্ত্রীর স্বাধীনচেতা স্বভাবের জন্য সংসারে অশান্তি। হঠাৎ কোনও পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সন্তানদের কর্মের জন্য সাহায্য করতে হতে পারে। ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করার আগে খুব ভাল করে চিন্তা করুন। বন্ধু সমাগমে মনে উৎফুল্লতা বৃদ্ধি পাবে। আপনার সহ্যক্ষমতা আপনাকে বাঁচাবে। অযথা কথা খুব কম বলবেন। কোমরের সমস্যা বাড়তে পারে

  • শুভ রংহলুদ

  • শুভ রত্নপীত মুক্তা

 

জ্যোতিষশাস্ত্রী শ্রী সুমনরাজ আচার্য্য

মোবাইল;০১৭৭২৩৯৪৪৭২



রিলেটেড নিউজ

চন্দনাইশে সড়ক কেটে পুকুর খননে বাধাঁ দেয়ায় হত্যার হুমকি

১১:০১, মে ১০, ২০২৩

চন্দনাইশে সড়ক কেটে পুকুর খননে বাধাঁ দেয়ায় হত্যার হুমকি


 বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা

১১:২০, মে ৭, ২০২৩

 বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা


যশোরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ২১

১১:২৫, মে ৪, ২০২৩

যশোরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ২১


A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): Write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 263

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /var/cpanel/php/sessions/ea-php74)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: