শিরোনাম
অনলাইন ডেক্স | ১৮:০৪, ফেব্রুয়ারী ২৪, ২০২২ | 99
ঢাকা ও চট্টগ্রামের পর এবার রাজশাহী মহানগর পুলিশে (আরএমপি) এলো ট্যাকটিক্যাল বেল্ট। বৃহস্পতিবার আরএমপির ৪০০ পুলিশ সদস্যের মাঝে ট্যাকটিক্যাল বেল্ট বিতরণ করা হয়েছে।এই বেল্ট ব্যবহারের ফলে পুলিশের দুই হাত ফাঁকা থাকবে। যে কোনো মুহূর্তে পুলিশ তাৎক্ষণিক সেবা দিতে পারবে।সকালে আরএমপি পুলিশ লাইন্সে পুলিশ সদস্যদের মাঝে ট্যাকটিক্যাল বেল্ট বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সদস্যদের মাঝে ট্যাকটিক্যাল বেল্ট বিতরণ করেন।
এ সময় পুলিশ কমিশনার বলেন,প্রথমবারের মতো আরএমপি পুলিশ সদস্যরা ট্যাকটিক্যাল বেল্ট পরে বাংলাদেশ-ভারত মৈত্রী ৫০ বছর পূর্তিতে সাংস্কৃতিক মিলনমেলার নিরাপত্তার দায়িত্ব পালন করবে। ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি রাজশাহীতে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত পঞ্চম সাংস্কৃতিক মিলনমেলা হবে।এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মজিদ আলী, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান ও উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন।
উপ-পুলিশ কমিশনার (লজিস্টিক) সাইফুদ্দিন শাহীন জানান, বেল্ট ব্যবহারে আরএমপি পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ছয় চেম্বারের আধুনিক এই ট্যাকটিক্যাল বেল্টে থাকবে পিস্তল, হ্যান্ডকাফ, অতিরিক্ত ম্যাগাজিন, এক্সপেন্ডেবল ব্যাটন, পানির বোতল, টর্চলাইট ও ওয়ারলেস। সর্বাধুনিক এই অপরারেশনাল গিয়ারে ট্যাকটিক্যাল বেল্ট, স্মল আর্মস উইথ থাই হোলস্টার ও হ্যান্ডস ফ্রি কমিউনিকেশন যুক্ত করা হয়েছে; যা ব্যবহার করে পুলিশ সদস্যরা ডিউটির সময় অধিক সক্রিয়ভাবে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সক্ষম হবেন।
Developed By Muktodhara Technology Limited