image
image
image
image
image
image

আজ, শনিবার, ৩ জুন ২০২৩ ইং

আইডিএলসিতে ২ মিনিটেই সঞ্চয় শুরু

অনলাইন ডেক্স    |    ১৮:৪৮, ফেব্রুয়ারী ২৪, ২০২২   |    192




আইডিএলসিতে ২ মিনিটেই সঞ্চয় শুরু

দেশের যেকোনো স্থান থেকে বিকাশ অ্যাপের মাধ্যমে আইডিএলসি ফাইন্যান্সের ডিজিটাল সেভিংস সেবা নিতে পারছেন গ্রাহকরা। ঘরে বসেই কাগজপত্র বা ফর্ম পূরণের ঝামেলা ছাড়াই মাত্র দুই মিনিটে দেশের সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি’র বিভিন্ন মেয়াদ ও অংকের সেভিংস স্কিম নিতে পারছেন তারা।বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

 

 

 

এতে আরও বলা হয়, গত সেপ্টেম্বরে চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯০ হাজার গ্রাহক প্রায় ১৪ কোটি টাকা সঞ্চয় করেছেন এ সেবার আওতায়। বিকাশ অ্যাপ দিয়ে নিজের সুবিধামতো সময়ে সঞ্চয় শুরু করা, মাসিক কিস্তি জমা দেওয়া, এমনকি মেয়াদ শেষে আবার বিকাশ অ্যাকাউন্টেই পুরো টাকা পাওয়ার সুবিধার কারণে এরই মধ্যে সারাদেশের গ্রাহকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে সেবাটি।

 

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহক প্রয়োজন হলে সঞ্চয়ের তিন মাস পর যেকোনো পর্যায়ে জমাকৃত টাকা তুলে নিতে পারছেন বিকাশ অ্যাপের মাধ্যমেই। সঞ্চয়ের মেয়াদ পূরণ হওয়ার পর মুনাফাসহ পুরো টাকা ক্যাশআউট করতে পারবেন কোনো খরচ ছাড়াই। সঞ্চয় সেবা চালু করার জন্য বিকাশ অ্যাপের ‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সঞ্চয়’ বা সেভিংস অপশনে ক্লিক করতে হয়। মাসিক ৫০০, ১ হাজার, ২ হাজার ও ৩ হাজার টাকা কিস্তিতে সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ চার বছর মেয়াদে সঞ্চয়ী প্রকল্প থেকে নিজের পছন্দমতো সঞ্চয় করতে পারছেন।

 

 

 

 

অ্যাপ ব্যবহার করে বিকাশের ৫ কোটি ৮৫ লাখ গ্রাহকের যে কেউ সঞ্চয় সেবাটি নিতে পারছেন।ডিজিটাল সুবিধার এ সঞ্চয় তরুণদের মধ্যে সবচেয়ে বেশি সাড়া তৈরি করেছে। সঞ্চয় সেবা নেওয়া প্রায় ৯০ হাজার গ্রাহকের মধ্যে ৬৪ শতাংশ ভবিষ্যতের প্রয়োজনে, ২৫ শতাংশ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য, ৬ শতাংশ সঞ্চয় শিক্ষা খরচের চাহিদা মেটাতে ও বাকি ৫ শতাংশ গ্রাহক সঞ্চয় করছেন অন্যান্য উদ্দেশ্যে।

 

 

 

জানানো হয়, ছোট অংকের মাসিক সঞ্চয়ের এ সেবায় ব্যাংক শাখায় যাওয়া ও নতুন অ্যাকাউন্ট খোলার ঝামেলা না থাকায় বিকাশ ও আইডিএলসি’র এ সেবার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তির বাইরে থাকা মানুষও সঞ্চয়ী হিসাব খুলতে সক্ষম হচ্ছেন, যা সার্বিকভাবে মানুষের সঞ্চয় প্রবণতা বাড়াতে সহায়তা করছে। নতুন এ সেবায় বিকাশ অ্যাকাউন্ট থেকে সঞ্চয়ের কিস্তি স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত তারিখে আইডিএলসিতে জমা হয়ে যায়। আর বিকাশের মাধ্যমে নির্ধারিত তারিখের আগেই প্রয়োজনীয় টাকা বিকাশ হিসাবে রাখার জন্য গ্রাহককে বার্তা দেওয়া হয়। জমার পরিমাণ, সঞ্চয়ের সময়কাল, মুনাফার পরিমাণ গ্রাহক বিকাশ অ্যাপ থেকেই সরাসরি দেখতে পারেন।

 

 

 

বিকাশের চিফ কমার্শিয়াল কর্মকর্তা আলী আহম্মেদ বলেন, মাসের খরচ মিটিয়ে ছোট ছোট সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যৎকে কিছুটা নিরাপদ করার চর্চাটা বেশ পুরোনো। আইডিএলসি ও বিকাশ প্রযুক্তির মাধ্যমে এ সঞ্চয় চর্চায় আরও স্বাচ্ছন্দ্য নিয়ে এসেছে। বাড়তি সময় না দিয়েই অল্প অংকের সঞ্চয় করার এ সুযোগ সব শ্রেণির মানুষের সামগ্রিক সঞ্চয় বাড়াতে সহায়তা করবে। তা তাদের জীবনমানের পরিবর্তনের পাশাপাশি দেশের অর্থনীতির জন্যও ইতিবাচক হয়ে উঠবে।

 

 

 

আইডিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ জাভেদ নূর বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো এ সঞ্চয়ের সুযোগ আর্থিক অন্তর্ভুক্তির বাহিরে থাকা জনগোষ্ঠীর মধ্যে সাড়া জাগাতে সক্ষম হয়েছে। দেশের অর্থনীতির কাঠামোগত পরিবর্তন ও ডিজিটাল বাংলাদেশের স্বপ্নপূরণের লক্ষ্যে আইডিএলসি ও বিকাশের এ সেবাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছি।



রিলেটেড নিউজ

সয়াবিন তেল আমদানিতে ভ্যাট কমিয়ে প্রজ্ঞাপন জারি

২০:৫৬, মার্চ ১৬, ২০২২

সয়াবিন তেল আমদানিতে ভ্যাট কমিয়ে প্রজ্ঞাপন জারি


সয়াবিন তেল নিয়ে পেছাল রিটের শুনানি

১৩:৩২, মার্চ ৮, ২০২২

সয়াবিন তেল নিয়ে পেছাল রিটের শুনানি


সূচকের বড় পতন

১৩:৫৯, ফেব্রুয়ারী ২৭, ২০২২

সূচকের বড় পতন


আইডিএলসিতে ২ মিনিটেই সঞ্চয় শুরু

১৮:৪৮, ফেব্রুয়ারী ২৪, ২০২২

আইডিএলসিতে ২ মিনিটেই সঞ্চয় শুরু


ডিএসইতে দরপতনের তালিকায় নাম লিখিয়েছে ৮৬ শতাংশ প্রতিষ্ঠান

১৬:৫৯, ফেব্রুয়ারী ২৪, ২০২২

ডিএসইতে দরপতনের তালিকায় নাম লিখিয়েছে ৮৬ শতাংশ প্রতিষ্ঠান


কত টাকা দিলে কত পেনশন পাবেন গ্রাহক

১৬:১০, ফেব্রুয়ারী ২৪, ২০২২

কত টাকা দিলে কত পেনশন পাবেন গ্রাহক


বেপরোয়া দুর্নীতিবাজ চক্র চট্টগ্রাম কাস্টম হাউসে

১৩:৪৬, ফেব্রুয়ারী ২৪, ২০২২

বেপরোয়া দুর্নীতিবাজ চক্র চট্টগ্রাম কাস্টম হাউসে


নতুন আয়কর আইন ন্যূনতম কর বাতিলের দাবি

১৬:১৪, ফেব্রুয়ারী ২৩, ২০২২

নতুন আয়কর আইন ন্যূনতম কর বাতিলের দাবি


 ঢাকার শেয়ারবাজারে বছরের দ্বিতীয় সর্বনিম্ন লেনদেন

১৭:০৫, ফেব্রুয়ারী ২২, ২০২২

ঢাকার শেয়ারবাজারে বছরের দ্বিতীয় সর্বনিম্ন লেনদেন


A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): Write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 263

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /var/cpanel/php/sessions/ea-php74)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: