image
image
image
image
image
image

আজ, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ ইং

পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান উদ্যাপনকালে হাসিনা মহিউদ্দিন

পদ্মা সেতু বাঙালির ইতিহাসে এক মাইলফলক

নিজস্ব প্রতিবেদক    |    ১৯:৩১, জুন ২৬, ২০২২   |    82




চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেন, বহু প্রতীক্ষা ও দীর্ঘম্বাসের অবসান হলো। আজ বাস্তবে রূপ নিলো পদ্মা সেতু। 


প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবিচল আত্মবিশ্বাস ও আস্থার সাথে দেশি-বিদেশি বহু ষড়যন্ত্র মোকাবেলা পরাস্ত করে পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন করে দেখিয়ে দিলেন আমরাও পারি। আজ শনিবার সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নীলু নাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-মালেকা চৌধুরী, জেবুন্নেসা চৌদুরী হাসনা আক্তার টুনু, শারমীম ফারুক সুলতানা, রোকসনা আক্তার, আয়েশা আলম, আয়েশা আক্তার, কামরুন নাহার বেবী, স্বপ্না বেগম, আফরোজ আলম, নাছিমা আক্তার, আফরোজা বেগম মুন্নি, শাহীন আক্তার, চেমনা আরা, জেবুন্নাহার, সোমা দাশ ও সুলতানা প্রমুখ। হাসিনা মহিউদ্দিন বলেন, বাংলাদেশের মর্যাদার প্রতীক এই পদ্মা সেতু। 


জননেত্রী শেখ হাসিনা জাতির পিতার বাঙ্গালিত্বের অহংবোধ ও আদর্শ থেকে একচুলও বিচ্যূত হননি। বঙ্গবন্ধুর আত্মমর্যাদাবোধে তেজদিপ্ত দিক্ষায় দিক্ষিত শেখ হাসিনা বহু আন্তর্জাতিক চাপকে রাজনৈতিক প্রজ্ঞায় উড়িয়ে দিয়ে বিশ^কে দেখিয়ে দিলেন নিজের অর্থে পদ্মা সেতু তৈরী করে।


 তিনি বলেন, এই সেতু নির্মাণের স্বপ্নসারতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর দৃঢ় ও সাহসী মনোভাবের ফলেই নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করতে পারছে বাংলাদেশ এবং তিনি সবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন বাঙালিকে দমিয়ে রাখা যায় না।



রিলেটেড নিউজ

বর্ণিল আয়োজনে ৭ই মার্চ উদযাপন করবে চসিক

১০:৪১, মার্চ ৭, ২০২৩

বর্ণিল আয়োজনে ৭ই মার্চ উদযাপন করবে চসিক


পাকিস্তান আমল থেকে রাস্তার পাশে  রুবিগেট  ট্রাক স্টান্ড,

২৩:৪১, ফেব্রুয়ারী ১, ২০২৩

পাকিস্তান আমল থেকে রাস্তার পাশে রুবিগেট ট্রাক স্টান্ড,