শিরোনাম
মোহাম্মদ সারোয়ার হোসেন | ১৮:৫১, জুলাই ২৭, ২০২২ | 119
মহামান্য আদালতের নিষেধাজ্ঞাকে অমান্য করে চট্টগ্রামের অলিতে গলিতে দাপিয়ে বেড়ানো নরঘাতকক্ষেত ব্যাটারী চালিত রিকশা বন্ধ সহ ৫ দফা দাবীতে চট্টগ্রাম মহানগর রিকশা মালিক সমন্বয় সংগ্রাম পরিষদের উদ্দ্যােগে একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
নগরীর কোতোয়ালী থানাধীন লাভলেইনস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে ২৭ জুলাই ২০২২ ইং তারিখ বিকাল ৩ টায় চট্টগ্রাম মহানগরী রিকশা মালিক পরিষদ রেজিঃ নং- ১৯৯৩ ও চট্টগ্রাম মহানগরী রিকশা মালিক সমিতি রেজিঃ নং- ২২৭৯ এর সমন্বয়ে গঠিত সংগঠন চট্টগ্রাম মহানগর রিকশা মালিক সমন্বয় সংগ্রাম পরিষদ সংগঠনের উদ্যােগে সভার আয়োজন করা হয়।
এসময় চট্টগ্রাম মহানগর রিকশা মালিক সমন্বয় সংগ্রাম পরিষদ সংগঠনের সভাপতি মোঃ মুজিবুর রহমান সভাপতিত্বের বক্তব্যে বলেন, অবিলম্বে মহামান্য হাইকোর্টের আদেশ বাস্তবায়ন পূর্বক অবৈধ বিদ্যুৎ ও ব্যাটারী চালিত রিকশা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকা থেকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করতে হবে, রিকশার ক্ষুদ্র যন্ত্রাংশের মূল্যহ্রাস, ডুপ্লিকেট পার্টস তৈরী ও সরবরাহ বন্ধ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দ্বারা রিকশা পার্টসের বাজার নিয়ন্ত্রণ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক ধার্যকৃত বারকোড সংক্রান্ত নিবন্ধন ফি বাতিল সহ ৫ দফা দাবী মেনে নেওয়ার জন্য চসিক মেয়র / সিএমপি পুলিশ কমিশনার এর প্রতি আহ্বান জানান।
তিনি আরো বলেন, অন্যথায় দাবী আদায়ের লক্ষে সমগ্র চট্টগ্রামের রিকশা মালিকদের সাথে নিয়ে দূর্বার আন্দোলন সহ পুলিশের টোকেন বানিজ্যের মাধ্যমে চালিত ব্যাটারী মোটর রিকশা বন্ধের জন্য প্রয়োজনে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াই অব্যাহত রাখার হুশিয়ারি দেন তিনি।
চট্টগ্রাম মহানগর রিকশা মালিক সমন্বয় সংগ্রাম পরিষদ সংগঠনের সভাপতি মোঃ মুজিবুর রহমান সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল এর সঞ্চালনায় সভাটিতে উপস্থিত ছিলেন - মোঃ রফিক ড্রাইভার, মোঃ নুরুল ইসলাম কোম্পানি, মোঃ ফরিদুল আলম মাস্টার, মোঃ খুরশিদ কোম্পানি, মোঃ মিজানুর রহমান মোস্তফা, মোঃ মজিবুর রহমান চৌধুরী, মোঃ তসলিম কোম্পানি, মোঃ নজরুল ইসলাম কোম্পানি, মোঃ আলী কোম্পানি, এম. ইসলাম কোম্পানি, মোঃ করিম কোম্পানি, মোঃ মফিজ কোম্পানি, মোঃ সোলেমান কোম্পানি, মোঃ সেকেন্দার আলি কোম্পানি, মোঃ ইলিয়াস কোম্পানি, মোঃ ইব্রাহিম কোম্পানি, মোঃ মোকলেসুর রহমান কোম্পানি, মোঃ ইস্রাফিল কোম্পানি, মোঃ আব্দুল আজিজ কোম্পানি, মোঃ ইমাম হোসেন রাজু কোম্পানি, মোঃ জহির মিস্ত্রি প্রমুখ নেতৃবৃন্দ।
Developed By Muktodhara Technology Limited