শিরোনাম
f | ১১:৪০, নভেম্বর ৩, ২০২২ | 19
বর্ষসেরা পাকিস্তানি অভিনেত্রীর খেতাব জিতেছেন মায়া আলী। ডিসটিঙ্কটিভ ইন্টারন্যাশনাল আরব ফেস্টিভাল অ্যাওয়ার্ডে তিনি এ সম্মাননা পেয়েছেন। মঙ্গবার কর্তৃপক্ষ ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছে। আগামীকাল ৪ নভেম্বর দুবাইতে বসছে ডিসটিঙ্কটিভ ইন্টারন্যাশনাল আরব ফেস্টিভাল অ্যাওয়ার্ডের আসর।
ডিসটিঙ্কটিভ ইন্টারন্যাশনাল আরব ফেস্টিভাল অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ এর আগে পাকিস্তানি অভিনেত্রী সেজাল আলী ও মাহিরা খানকে সম্মাননা জানিয়েছিল।
‘পেহলি সে মোহাব্বাত’ দিয়ে গত বছর টিভি পর্দায় ফিরেন মায়া আলী। এ বছর ‘জো বিচার গায়ি’ দিয়ে নজর কেড়েছেন তিনি। ‘আসমান বুলায়ি গা’ ছবিতে দেখা যাবে মায়াকে।
টিভি ধারাবাহিক ‘মান মায়াল’ দিয়ে আলোচনায় আসেন মায়া। ২০১৮তে ‘টিফা ইন ট্রাবল’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার
Developed By Muktodhara Technology Limited